ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিজিবি সদস্যর প্রাণ গেল চোরাকারবারীদের পাতা ফাঁদে

বিজিবি সদস্যর প্রাণ গেল চোরাকারবারীদের পাতা ফাঁদে

0
363

চোরাকারবারীদের পাতা ফাঁদে পড়ে এক বিজিবি সদস্যর প্রাণ গেল।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীতে চোরাকারবারীদের পাতা ফাঁদে পড়ে এই বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৭অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখা সোনাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য রফিকুল ইসলাম (৩৭) সাতক্ষীরার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের ন্যান্স নায়েক হিসেবে দায়িত্বরত। তিনি কিশোরগঞ্জ জেলার আবুল হোসেনের ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর তীরে চোরাকারবারীদের ধাওয়া দেয় দুই বিজিবি সদস্য। চোরাকারবারীরা চোরাই পণ্য আনা-নেয়র জন্য নদীতে দড়ি রেখে দেয়। ধাওয়া দেয়ার সময় ভারতীয় অংশ থেকে চোরাকারবারীরা দড়িতে টান দেয়। এ সময় দড়িতে জড়িয়ে বিজিবি সদস্য রফিকুল ইসলাম নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা বিজিবি সদস্য তাকে টেনে ওপরে তোলার আগেই তিনি মারা যান।

তিনি আরো জানান, চোরাকারবারীদের আটকে অভিযানে নেমেছে বিজিবি বাহিনী।

ডিসিনিউজ/আরবি.এসএইচডি. ২৮ অক্টোবর ২০১৮