ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহাসমারোহে পালিত হলো জপমালা রাণী মা-মারীয়ার তীর্থোৎসব

মহাসমারোহে পালিত হলো জপমালা রাণী মা-মারীয়ার তীর্থোৎসব

0
1158

প্রার্থনা ও ধ্যানময় পরিবেশে ২৯তম জপমালা রাণী মা-মারীয়ার তীর্থোৎসব ২৮ অক্টোবর (রবিবার) সিলেট ধর্মপ্রদেশের হরিণছড়াই অনুষ্ঠিত হয়।

২৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় পবিত্র খ্রীষ্ঠযাগের মধ্যদিয়ে শুরু হয়। আলোক শোভাযাত্রা, আরাধনা, মূলভাবের উপর উপস্হাপনা ও ধর্মীয় ভিডিও প্রদর্শনের মধ্যদিয়ে নিশি জাগরণ অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে ৯ টায় পবিত্র জপমালা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়।

রাত থেকেই বৃষ্ঠির যার ফলে বৃষ্ঠির মাঝেই মহাখ্রীষ্ঠযাগ সকাল ১১ টায় উৎসর্গ করেন বিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশপ তাঁর বাণীতে বলেন মন্দটার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, তবেই পবিত্রতা আসবে এই পবিত্রতা প্রার্থনা ছাড়া হয়না। প্রার্থনা করতে গির্জা, মন্দির লাগেনা পবিত্রতার জন্য মন লাগে।

এ সময় বিশপকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল-পুরোহিত নিকোলাস বাড়ৈ সিএসসি এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদারগণ।

এবারের ২৯তম তীর্থ উৎসবে মূলসুর নেওয়া হয় “পবিত্রতার আদর্শ মা মারীয়া“।

তীর্থে আসা অনেক তীর্থযাত্রীরা বলেন, সারাক্ষণ বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া এর পরেও কোনো কষ্ট নেই মায়ের কাছে আসতে।

এ বছর মা মারীয়া তীর্থে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অধিকাংশ তীর্থযাত্রীরা পরিবহন ধর্মঘট ও প্রাকৃতিক আবহাওয়া বৃষ্টি কারণে অংশগ্রহণ করতে পারেনি। এর পরও শ্রীমঙ্গল ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম-পুঞ্জি ও ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির মাঝেই শনিবার দিন থেকেই তীর্থযাত্রীরা তীর্থে অংশ গ্রহণ করেন মা-মারিয়া ভক্তরা।

ডিসিনিউজ/আরবি.এসপি. ২৯ অক্টোবর ২০১৮