শিরোনাম :
প্রাইমারী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট ২০১৮খ্রি-পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান ও আশীর্বাদ অনুষ্ঠান
২৯ অক্টোবর বিকাল ৪টায় দিনাজপুরের কসবা বিসিএসএম ইউনিটের আয়োজনে কসবা সেন্ট যোসেফ সেমিনারীর গির্জায় শিক্ষার্থীদের আশির্বাদ ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগামী ১ নভেম্বর জেএসসি ও ১৮ নভেম্বর থেকে শুরু পিএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কসবার ওয়াসিএস ও শিশুমঙ্গলের মোট ৩৫ জন পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পরীক্ষা ফাইল, স্কেল, কলম শিক্ষা উপকরন তুলে দেন কসবা বিসিএসএম এর ইউনিট চ্যাপলেইন ও ক্যাথিড্রাল পাল-পুরোহিত সিলাশ কুজুর।
তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভাল ফলাফল অর্জনই অভিবাবকদের প্রত্যাশা নয়, ভাল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তাহলেই সকলের ভালবাসা অর্জন সম্ভব।’
সেখানে আরো উপস্থিত ছিলেন বিসিএসএম এর দিনাজপুর ধর্মপ্রদেশীয় প্রতিনিধি অলি মিন্জ, কসবা ইউনিট প্রতিনিধি পলাশ বিশ্বাস , সিস্টার হাসি রোজারিও ও অভিবাবক মন্ডলী।
পরীক্ষার্থীদের সাহস ও উৎসাহ প্রদানের উদ্দেশে খিষ্টযাগ উৎসর্গ করা হয়।
ডিসিনিউজ/আরবি.অমি. ৩০ অক্টোবর ২০১৮