শিরোনাম :
বড়দিনের খুব কাছাকাছি সময়ে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ না করার অনুরোধ: প্রধান কমিশনারকে বিসিএ
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের দিনটি ২৫ ডিসেম্বর বড়দিনের খুব কাছাকাছি যেন নির্ধারণ করা না হয় সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।
আজ মঙ্গলবার আগারগাঁয়ের নির্বাচন কমিশনের অফিসে বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে এক মতবিনিময় সভায় এই অনুরোধ জানায়। এ সময় নির্বাচন কমিশনের সচিব হেলালদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর, বিকাল ৪টায় নির্বাচন কমিশন অফিসের হল রুমে প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুুরুল হুদার সাথে মতবিনিময়কালে প্রতিনিধি দল নির্বাচনের দিন ২০ ডিসেম্বরের পূর্বে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণের অনুরোধ জানিয়েছেন।
তাঁরা বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বড়দিনের খুব কাছাকাছি সময়ে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করলে দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব হবে না। তাই ১৮-২০ ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে উৎসবটি যথাযথ মর্যাদায় পালন করা সম্ভব হবে।’
এ ছাড়াও প্রতিনিধি দলটি নির্বাচনের আগে ও পরে খ্রিষ্টান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতসহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর ভোট কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজর দেয়ার অনুরোধ জানিয়েছেন। যেন তাঁরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রতিনিধি দলটি দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলের বক্তব্য আন্তরিকতার সাথে শুনেন এবং অন্যান্য কমিশনারদের সাথে আলোচনা করে তা সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য সকল ধরণের পদক্ষেপ নিবেন বলেও জানান।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএ’র ভাইস-প্রেসিডেন্ট সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, উপদেষ্টা হিউবার্ট গমেজ, ভাইস-প্রেসিডেন্ট তপন মারাক, ভাইস-প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা জোনাস গমেজ, যুগ্ম-সচিব যোসেফ ডি. সরকার, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, মহিলা বিষক সম্পাদক কল্পনা মারিয়া ফলিয়া, যুব বিষয়ক সম্পাদক সৌরিন আরেং, নির্বাহী সদস্য ভিক্টর রে, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার ও মলয় নাথ, অভি ডি’কস্তা প্রমুখ।
ডিসিনিউজ/আরবি.আরপি.৩০ অক্টোবর ২০১৮