শিরোনাম :
বরিশালে খ্রিষ্টবিশ্বাসীদের মৃতলোকের পর্ব পালন
ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালন করা হলো মৃতলোকে পর্বোৎসব।
২ নভেম্বর বরিশালে হাজারো খ্রিষ্টভক্তের উপস্থিতিতে বরিশাল কাথিড্রাল প্যারিসের উদ্যোগে চাঁদমারী শেরে বাংলা মেডিকেল কলেজ সংলগ্ন কাথলিক কবরাস্থানে মৃতলোকের পর্ব উপলক্ষে খ্রিষ্টযাগ উৎসবর্গ এবং প্রার্থনা করা হয়।
খ্রিষ্টযাগ পরিচালনা করেন বরিশালের ভিকার জেনারেল ফাদার মাইকেল মিলন দেউরি।বিকাল ৪টায় কবরাস্থে মৃতব্যক্তিদের আত্মার কল্যাণার্থে প্রার্থনানুষ্ঠান শুরু হয়।
মৃতলোকের প্রার্থনানুষ্ঠানে মৃত ব্যক্তিদের আত্মিয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ কবরাস্থানে যোগদান করেন।
খ্রিষ্টযাগ শেষে ফাদার কবরাস্থানের সকল সমাধী ঘুরে পবিত্র জল এবং ধুপারতি দেন। এ সময় মোমবাতির বহ্ণিশিখায় ছেয়ে ওঠে সমাধীস্থল।
ডিসিনিউজ/আরবি.বিজি. ২ নভেম্বর ২০১৮