শিরোনাম :
চ্ট্টগ্রাম কাথিড্রালের কবরস্থানে যথাযোগ্য আধ্যাত্মিকতা ও ভক্তি নিয়ে পালিত হলো মৃতলোকের পর্ব
২রা নভেম্বর, সকল পরলোকগত ভক্তবৃন্দের পর্ব দিন।
এ উপলক্ষে কবরস্থানে সকল মৃত ব্যক্তিদের আত্মার চির শান্তি কামনা করে বিকেল ৫টায় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পাথরঘাটাস্থ জপমালা রাণী গীর্জার পাল পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু। সহায়তা করেন ফাদার জেরম এবং ফাদার সজল আন্তনী কস্তা।
উপদেশে ফাদার বলেন, ‘আজ আমরা আমাদের মৃত স্বজনদের স্মরণ করি, তাঁদের সমাধিতে মোমবাতি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এবং তাঁদের আত্মার কল্যাণ কামনা করে ঈশ্বরের কাছে অনুনয় করি। এটা যেমন প্রয়োজন, তেমনিভাবে নিজেদের মৃৃত্যু নিয়েও চিন্তা করতে হবে, সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। কারণ আমরা জানিনা কখন আমাদের মৃৃত্যু হবে। তিনি আরও বলেন, শুধু মৃত্যুর পরে প্রাথর্না করলেই হবে না, আমাদের বয়স্ক স্বজনদেরও যত্ন নিতে হবে’।
প্রতিবছরের ন্যায় এ বছরও হাজারো খ্রীষ্টভক্তের পদচারনায় সমাধিক্ষেত্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খ্রীষ্টযাগের অনেক আগে থেকেই খ্রীষ্টভক্তগণ মৃত স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে সমাধি সুসজ্জিত করেন। সন্ধ্যার রক্তিম আভা সমাধিস্থলের মোমবাতির সোনালী রং এবং সমাধি পাশে স্বজনদের শোকার্ত অবয়ব মিলেমিশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। তবে সবকিছু ছাপিয়ে পরপারে ভাল থাকুক স্বজনেরা, এ চাওয়া সকলের।
ডিসিনিউজ/আরবি.এমডি. ২ নভেম্বর ২০১৮