শিরোনাম :
বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট’
রাজধানীর বাংলা একাডেমি চত্বরে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’।
দেশের অন্যতম সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর সব প্রস্তুতি শেষের পথে ।
তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ১০ নভেম্বর। ৮ নভেম্বর বেলা ১০টায় এই আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব আয়োজনে সহায়তায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি।
এবারের উৎসবে ১৫টি দেশ থেকে ৪০ জন এবং বাংলাদেশের সাহিত্যিক, আলোচক, পারফর্মার ও চিন্তাবিদসহ দুই শতাধিক লেখক অংশ নেবেন। এতে ৯০টিরও বেশি অধিবেশনে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, নারী, রোহিঙ্গা বিষয়, চলচ্চিত্র বিষয়ে আলোচনা ও উপস্থাপনা থাকবে।
উৎসবে অংশ নেবেন পুলিৎজার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অ্যাডাম জনসন, ভারতের সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কমনওয়েলথ লেখক পুরস্কার বিজয়ী পাকিস্তানের মোহাম্মদ হানিফ, ভারতের অভিনেত্রী মণীষা কৈরালা, অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন, অভিনেত্রী নন্দিতা দাস, অন্দাজে পুরস্কার বিজয়ী ফিলিপ হেনসার, জেমস মিক, বাংলাদেশের সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক ও সেলিনা হোসেন।
অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায়: https://www.dhakalitfest.com/register/?fbclid=IwAR3VtFtxwQMmMV5zM2tOAI3GZWMHr6Qhl1AQgtydhK7bAvZZvOWDYw2-XpI
ডিসিনিউজ/আরবি.পিবি. ৭ নভেম্বর ২০১৮