শিরোনাম :
মোংলায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব পর্যটন পরিচালনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ জলজ পরিবেশ ব্যবস্থাপনার জন্য সংরক্ষিত এলাকা সম্প্রসারণ প্রকল্পের উদ্যেগে বাংলাদেশ বন অধিদপ্তর ও ইউএনডিপি এ কর্মশালার আয়োজন করে।
মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মশালায় সুন্দরববন কেন্দ্রিক স্থানীয় ট্যুর অপারেটরস্রা অংশ গ্রহন করেন এবং তাদের আলোচনায় উঠে আসে এ বনে পর্যটনের সম্ভনা ও নানা সমস্যার কথা। তবে পর্যটকদের নিরাপত্তাসহ জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের পরামর্শ ও উদ্ভুদ্ধ করনে ট্যুর অপারেটরস্দের দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয় এ কর্মশালায়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ডলফিন প্রকল্প পরিচালক মো. মদিনুল আহসান, খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইউএনডিপি’র ডলফিন প্রকল্প ব্যবস্থাপক মো. রেজাইল করিম চৌধুরী ও সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবিরসহ বনবিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।