ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ‘মানুষ বেঁচে থাকে তার কর্মে’: বাংলাদেশ সমবায়ের অগ্রপথিক ফাদার চার্লস জে. ইয়াং’র...

‘মানুষ বেঁচে থাকে তার কর্মে’: বাংলাদেশ সমবায়ের অগ্রপথিক ফাদার চার্লস জে. ইয়াং’র ৩০তম তিরোধান দিবস

0
1230

‘ফাদার চার্লস যোসেফ ইয়াং সিএসসি’র সমবায়ের আন্দোলন এবং ঢাকা ক্রেডিটের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয় তাঁর নাম’ বলেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত রিপন আন্তনি রোজারিও।

আজ (বুধবার, ১৪ নভেম্বর) সকাল ৮টায় ফার্মগেটের তেজগাঁও ধর্মপল্লীতে ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, সদস্য ও কর্মীবৃন্দ।

ফাদার রিপন খ্রিষ্টযাগের বাণী সহভাগিতায় বলেন, ‘ফাদার ইয়াং শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন সকলের কাছের মানুষ। ময়মনসিংহে তাঁর কৃতকর্মের কথা গভীর শ্রদ্ধার সাথে এখনো মানুষ স্মরণ করে। তিনি ছিলেন আত্মত্যাগী মানুষ, তাই মাইলের পর মাইল পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে গিয়ে খ্রিষ্টযাগ উৎসর্গ করেছেন। তাঁর সুচিন্তিত মনোভাবের বহিঃর্প্রকাশ ঘটে সমবায় আন্দোলনের মাধ্যমে। সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের খুব কাছে গিয়েছেন তিনি। বাংলাদেশে যদি সমবায় আন্দোলন ফাদার ইয়াং শুরু না করতো, তাহলে খ্রিষ্টান মানুষের অর্থনৈতিক অবস্থার এতো বেশি অগ্রসর হতো না।’

বাংলাদেশে সমবায়ের অগ্রপথিক ফাদার ইয়াং’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘সমবায় সমিতি থেকে অসৎ ব্যক্তিদের বিতাড়িত করতে পারলে, সমবায় আন্দোলন আরো জোরদার হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।’

‘ফাদার চার্লস সমবায় আন্দোলন শুরু করেছিলেন খ্রিষ্টান মানুষের জন্য, কিন্তু বর্তমানে সমবায় আন্দোলন ছড়িয়ে পড়েছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে। তিনি স্বপ্ন দেখতেন মানুষকে নিয়ে। তিনি আজ হয়েছেন মানুষের কাছে স্বপ্নের মানুষ’ বলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও।

পবিত্র খ্রিষ্টযাগের পর ফাদারের কবরে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর ঢাকা ক্রেডিটের কর্মীরা ফাদারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
খ্রিষ্টযাগে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেকে।

১৯৫৩ সালে ৫০জন ব্যক্তি এবং ২৫ টাকা মূলধন নিয়ে ঢাকা ক্রেডিটের যাত্রা শুরু করেন ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি। আজ ঢাকা ক্রেডিটের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজারে, সম্পদ পরিসম্পদের পরিমাণ ৬২৭ কোটি টাকা।

ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি ১৯০৪ সালে ৩ মে আমেরিকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে একজন মিশনারী যাজক হিসেবে সেবা দিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ১৪ নভেম্বর ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

আরবি.এইচআর.এসআর. ১৪ নভেম্বর ২০১৮