শিরোনাম :
ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা
শুরু হলো ঢাকা ক্রেডিটের ৫৮তম বার্ষিক সাধারণ সভা ২০১৮।
সকাল ১০টায় জাতীয় পতাকা, সমবায়ী পতাকা এবং ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন, প্রারম্ভিক প্রার্থনা, মৃত সদস্যদের আত্মার কল্যাণে প্রার্থনা ও নিরবতা, অতিথিদের ফুলের শ্রদ্ধা প্রদান এবং সাধারণ সভার সভাপতির স্বাগত ভাষণের মাধ্যমে সভা শুরু হয়।
সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন সমিতির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ।
ডিসিনিউজ/আরবি.আরপি. ১৬ নভেম্বর ২০১৮