ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার সাতক্ষীরা থেকে হারিয়ে যাচ্ছে হেলিকাপ্টার

সাতক্ষীরা থেকে হারিয়ে যাচ্ছে হেলিকাপ্টার

0
669

সাতক্ষীরা জেলার ৭৬টি ইউনিয়নের সকল গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে বাই সাইকেলের তৈরী হেলিকাপ্টার।

এমন এক সময় ছিল যখন মানুষ রাতে ঢাকা বা অন্য কোথায়ও দূরের পথ পাড়ি দিতে এই বাহনটি ব্যবহার করতো। কিন্তু বর্তমানে আর কোথায়ও তেমন দেখা যায়না বাইসাইকেল নামের এই হেলিকাপ্টার। অনেকেই ছিল, যারা হেলিকাপ্টার চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো।

সুকুমার মন্ডল নামে একজন হেলিকাপ্টার চালকের কাছ থেকে জানা যায়, ‘বাপ-দাদার আমল হতে হেলিকাপ্টার চালিয়ে আসছি, কিন্তু মানুষ এখন আর এ হেলিকাপ্টারে ওঠেনা। কারণ মটর সাইকেল ভাড়া চালিত হওয়ায় মানুষ অনেক অল্প সময়ে অনেক দূরের পথ পাড়ি দিতে পারে। তাই এ হেলিকাপ্টারে কেউ উঠতে চায়না। আর এই হেলিকাপ্টাররে না উঠার কারণে আমাদের কোনো আয় রোজগার হয়না। সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

‘ইজিবাইক, মটর ভ্যান নিয়মিত ভাড়ায় চলাচল করায় আমাদের হেলিকাপ্টার ভাড়া হচ্ছে না। যদিও ২ থেকে চারটি রাস্তায় চলাচল করে তবুও হেলিকাপ্টারে তেমন ভাড়া হয়না।”

আবু সাঈদ নামে এক স্কুল শিক্ষক স্মৃতি হাতরে বলেন, ‘২০০০ সালে আমি ঢাকাতে গিয়েছিলাম একটি প্রশিক্ষণের জন্য। প্রথম দিন প্রশিক্ষণে কে কোথায় থেকে, কীভাবে এসেছি এ নিয়ে প্রশিক্ষক প্রশ্ন করলে একে একে আমিও দাঁড়িয়ে বলতে থাকি, আমি বাড়ি থেকে বের হয়ে হেলিকাপ্টারে করে সাতক্ষীরা পযর্ন্ত আসি, তার পর বাসে করে ঢাকাতে আসি। তখন আমার কথা শুনে বাকিরা হাসাহাসি করছিল, বলছিল সাতক্ষীরা আবার হেলিকাপ্টার আছে নাকি, তাও আবার রাস্তায় চলে!

তখন প্রশিক্ষক আমাকে বলেন, কীভাবে সাতক্ষীরাতে হেলিকাপ্টার চলে?

তখন আমি বোর্ডে গিয়ে বাইসাইকেলের ছবি আঁকি। এতে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিল।

তিনি বলেন, ‘আমি এ মজার ঘটনা কোনো দিনও ভুলবো না। আজ সেই হেলিকাপ্টার হরিয়ে যচ্ছে, ২ থেকে ৫ বছর পর সাইকেল হেলিকাপ্টার কি তা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বলতে পারবেনা, হয়তো খুঁজতে হবে জাদুঘরে বা কোনো গল্পের বইতে।’

ডিসিনিউজ/আরবি.এইচডি. ১৭ নভেম্বর ২০১৮