শিরোনাম :
ডবলছড়া খাসিয়াপুঞ্জির খাসিয়ারা আশঙ্কায়
ডবলছড়া খাসিয়াপুঞ্জির ঘটে যাওয়া ঘটনায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন প্রিং খাসিয়া (৪০) পঙ্গু হওয়ার আশঙ্কায় রয়েছেন। পানজুম এলাকায় গাছ চুরিতে বাধা দেওয়ায় গত ৪ অক্টোবর আহত হন তিনি।
খাসিয়া সদস্যকে দা দিয়ে কুপিয়ে হামলাকারী তিন গাছ চোর জয়নাল মিয়া (৪০), জমশেদ মিয়া (৩৮) ও কধমরুল মিয়া (৩৫) এর নাম উল্লেখ করে গত ৫ অক্টোবর কলমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন সুমের খাসিয়া।
সোমবার ১২ নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত আসামীদের জামিন মন্জুর করেন।
সরেজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খাসিয়া বলেন, জামিনে আনা পর্যন্ত আসামীরা নানাভাবে ডবলছড়া পুঞ্জুরি খাসিয়া পরিবার সদস্যদের হুমকি প্রদান করে আসছিল। হয়তো পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দুর্বলতা ছিল বলেই সহজেই আসামীরা জামিন লাভ করেছে।
তারা আরো জানান, পঙ্গু হাসপাতাল সূত্রে জানতে পারে প্রিং খাসিয়ার বাম হাত আর ভালো নাও হতে পারে। তাকে পঙ্গুত্ববরণ করে নিতে হবে।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, আসামীদের জামিন লাভে তারাও হতবাক হয়েছেন। ৩০৪/৩২৬ ও ৩০৭ ধারার এ মামলায় সাধারণত আসামীদের জামিন হওয়ার কথা নয়। আসামীরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত পরিদর্শক শুনানিকালে জামিন না মন্জুর করার জোর দাবি জানিয়ে ছিলেন। তবে আদালত কোন অবস্হানে জামিন দিয়েছেন সেটি বিজ্ঞ আদালতের বিষয়।
ডবলছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান ভি প্রধান বলেন, ঘটনার পর থেকেই আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানায় মামলা দায়ের ১ মাস ৮ দিনেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। অথচ ১২ নভেম্বর, সোমবার আসামীদের মৌলভীবাজারের কমলগঞ্জে আমলী আদালত-৩ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করে। আদালত শুনানি শেষে আসামীদের জামিন আবেদন মন্জুর করে।এই খবর শুনেই ডবলছড়া পুঞ্জির খাসিয়াদের মাঝে আবারো আতঙ্কে বিরাজ করছে।
গত ৪ অক্টোবর সকালে পানজুমে গাছ কাটতে শুরু করে ঐ তিন চোর। চোরদের বাঁধা দেওয়ায় প্রিং খাসিয়াকে দা দিয়ে আহত করে তারা।এরপর মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দায়ের কোপে বাম হাতের কব্জি থেকে আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দুই দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
ডিসিনিউজ/আরবি.এসপি. ১৭ নভেম্বর ২০১৮