ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সিলেট ধর্মপ্রদেশে ৭ম পালকীয় সম্মেলন

সিলেট ধর্মপ্রদেশে ৭ম পালকীয় সম্মেলন

0
287

‘সিলেট ধর্মপ্রদেশে মিলন সমাজ গঠনে অগ্রাধিকার সমূহ’ মূলসূরে ১৪-১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো ৭ম পালকীয় সম্মেলন।

লোগো উন্মোচন এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই।

বনানীর পবিত্রআত্মা উচ্চ সেমিনারির পরিচালক ফাদার প্যাট্রিক শিমন গমেজ, কারিতাস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার চয়ন রিবেরু, কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক যোয়াকিম গমেজ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিভিন্ন পুঞ্জি, গ্রাম থেকে প্রায় ৯৭ জন এ সম্মেলনে যোগ দেন।

শুভেচ্ছা বক্তব্যে বিশপ বিজয় বলেন, ‘আপনারা প্রত্যেকে গ্রাম, ধর্মপল্লী এবং এ ধর্মপ্রদেশের গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের মতামত, সহযোগিতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

এ ছাড়াও তিনি সবাইকে একসাথে গ্রাম, ধর্মপল্লী এবং ধর্মপ্রদেশের জন্য কাজ করার জন্য আহবান জানান।

ডিসিনিউজ/আরবি.এএম. ১৭ নভেম্বর ২০১৮