ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন

খাগড়াছড়িতে বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন

0
402

‘মানব কল্যাণের লক্ষ্যে যুব ক্ষমতায়ন করা প্রয়োজন’ বলে মন্তব্য করেন খাগড়াছড়ি ওয়াইএমসিএ-এর সাধারণ সম্পাদক পাস্টর সুনীল বরণ চাকমা।

বৃহস্পতিবার ওয়াইএমসিএ ও ওয়াইডাব্লিউসিএ এর যৌথ উদ্যগে বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।

১৫ নভেম্বর, সকাল ৯টায় ত্রিপুরা সংসদ ভবনের কনফারেন্স হলে খাগড়াছড়ি ওয়াইএমসিএ ও ওয়াইডাব্লিউসিএ এর যৌথ উদ্যগে বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন করা হয়। নভেম্বর ১১-১৭, ২০১৮খ্রিঃ পর্যন্ত এই বিশ্ব প্রার্থনা সপ্তাহ চলবে।

এই প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বরণ চাকমা সাধারণ সম্পাদক ওয়াইএমসিএ খাগড়াছড়ি, সভাপতিত্ব করেন তুলসী চাকমা সভানেত্রী ওয়াইডাব্লি্উসিএ, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাস্টর খুশী কৃঞ্চ ত্রিপুরা বিবিসিএফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পিতা ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদিকা, ওয়াইডাব্লিউসিএ খাগড়াছড়ি। আরো উপস্থিত ছিলেন, এজি চার্চের পাস্টর রেভি হালদার, রিবাইবেল চার্চের পাস্টর বাবুল ত্রিপুরা, বিবিসিএফ এর পাস্টর হেমংকর ত্রিপুরা সহ ওয়াইএমসিএ ও ওয়াইডাব্লিউসিএ প্রতিষ্ঠানের সদস্য-সদস্যাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পাস্টর হেমংকর ত্রিপুরার প্রার্থনার মধ্য দিয়ে সভা ঈশ্বরের নিকট সমর্পন করা হয়।

ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক সুনীল বরণ চাকমা বলেন, ‘মানব কল্যাণের লক্ষ্যে শিক্ষিত যুবক-যুবতীদের এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে যীশুকে প্রকাশ করার আহবান জানান।’

ওয়াইডাব্লিউসিএ এর সভানেত্রী তুলসী চাকমা বলেন, ‘স্কুল প্রোগ্রাম, ক্রেডিট প্রোগ্রাম, স্বাস্থ্য সেবা প্রোগ্রাম চলমান রয়েছে এবং আরো নিত্য নতুন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। শিক্ষিত যুব মহিলাদের নিয়ে যেন যীশুর সেবামূলক কার্যক্রম বাড়ানো যায় সে ব্যাপারে উপস্থিত সকলকে উদাত্ব আহবান জানান।’

পবিত্র বাইবেল থেকে যোহন লিখিত সুসমাচার ১০:১০-১৬ এবং লুক ৪:১৪-২১পদ প্রভুর বাক্য শেয়ার করেন পাস্টর খুশী কৃঞ্চ ত্রিপুরা। তিনি বলেন, ‘খ্রিষ্টিয় আদর্শ বহনের নিমিত্ত পরিবর্তন সম্ভব। সকলে খ্রিষ্টিয় আদর্শে নিজেকে নতুন করে একজন পরিবর্তিত মানুষরুপে তৈরী করি। আমাদের সকলের দায়িত্ব হলো নিজেদেরকে সফলতার দিকে এগিয়ে নেওয়া, জাতিকে, সমাজকে সত্য ও আদর্শের পথ প্রদর্শন করা।’

উল্লেখ্য, মানব কল্যাণে যেন যুবদের ক্ষমতায়িত করা হয় এই চ্যালেঞ্জ গ্রহনের আহবান জানানো হয়।

বিশ্বে যতগুলি ওয়াইএমসিএ ও ওয়াইডাব্লিউসিএ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের জন্য প্রার্থনা করেন ওয়াইএমসিএ এর কোষাধ্যক্ষ এনপি চাকমা। এরপর উপস্থিত সকলে দাঁড়িয়ে প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ব প্রার্থনা সপ্তাহ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।