শিরোনাম :
জাতীয় আয়কর মেলা-২০১৬
রাজধানী ঢাকায় পালিত হলো জাতীয় আয়কর মেলা-২০১৬। সমৃদ্ধির সোনালি দিন, আনতে হলে আয়কর দিন ও সুখি স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই উদ্বাবনে বাড়বে কর দেশ হবে স্বনির্ভর ও আমার জন্য আমার কর প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের আয়কর দিবস-২০১৬।
৩০ নভেম্বর, বুধবার জাতীয় আয়কর দিবস-২০১৬ উপলক্ষ্যে রাজস্ব বোর্ড (এনআরবি) আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বুধবার আয়কর দিবসের সমাপনী শেষে খোলা জিপে র্যালিতে অংশ নেয় অংশগ্রহণকারীরা। জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ র্যালিতে বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক জোট অংশ নেয়।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গনে পায়রা ও বেলুন উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
র্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে মৎসভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়। আয়কর দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেসটুন, প্লেকার্ড ও বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
ঢাকাসহ সকল বিভাগীয় শহরেও ২৯ নভেম্বর, জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩-২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে জাতীয় আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
আরবি/আরপি
৩০ নভেম্বর, ২০১৬