শিরোনাম :
এখনই নিজ দেশে ফিরে যেতে চান না রোহিঙ্গারা, প্রত্যাবাসন কাজে অনিশ্চয়তা
আতঙ্ক কাটছে না রোহিঙ্গাদের, তাই মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ নেই তাদের। ফলে প্রথম দফার প্রত্যাবাসন কাজ শুরু করা যায়নি গত ১৬ অক্টোবর।
গত বৃহস্পতিবার প্রথম দফায় কিছু পরিবারকে ফেরত পাঠানোর কথা থাকলেও যেতে রাজি হয়নি রোহিঙ্গারা। উপরন্তু প্রত্যাবাসনের কথা শুনে অনেক রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের আশংকা, ওখানে গেলে তাদের মেরে ফেলা হবে। তাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা পূরণ করা হবে না।
পরবর্তী সময়ে ডিসিনিউজ প্রতিবেদক খোঁজ নিয়ে জানতে পারে, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার আগে ৭ দফা দাবির বাস্তবায়ন চায়।
সিরাজ মাঝি নামের এক রোহিঙ্গা বলেন, ‘আমরা ৭ দফা দাবি পেশ করেছি। এর মধ্যে অন্তত ৩ দফা দাবি পূরণ হলেও আমরা ফিরে যাব। এর মধ্যে নাগরিকত্ব, ছেলেমেয়েদের লেখাপড়া, ভিটেমাটি ফেরত উল্লেখযোগ্য।’
কারিতাসের Children Friendly Space (CFS) এর কো-অর্ডিনেটর এমরোজ গোমেজ বলেন, ‘প্রত্যাবাসন বিষয়ে আমরা সব সময় বলি, ‘তোমাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তোমরা যেন বাংলাদেশের এবং আন্তর্জাতিক বোঝা হয়ে না যাও। আমাদের দেশের পরিবেশের দিকে খেয়াল রাখতে আমাদের সাথে তোমাদেরও কাজ করতে হবে।’
এদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এ পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে আপত্তি জানায়
উল্লেখ্য, ৭৮-৭৯ সালে আসা প্রায় ২ লাখ ৩২ হাজার রোহিঙ্গার সবাইকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হলেও পরে তাদের অধিকাংশই পুনরায় বাংলাদেশে ফিরে আসে এবং বিভিন্ন স্থানে বাড়িঘর করে এবং বৈবাহিক সম্পর্ক তৈরি করে সমাজের মূল স্রোতধারায় মিশে যায়।
ডিসিনিউজ/আরবি.এমডিসি. ২০ নভেম্বর ২০১৮