ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হল খ্রিষ্টান সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের ২য় জাতীয় কর্মশালা

অনুষ্ঠিত হল খ্রিষ্টান সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের ২য় জাতীয় কর্মশালা

0
483

বিশপীয় খ্রিষ্ট-ভক্তজনগণ কমিশনের আয়োজনে বাংলাদেশের ৫৩টি সংগঠনের খ্রিষ্টান নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ২য় জাতীয় কর্মশালা।

২৩-২৪ নভেম্বর ঢাকার সিবিসিবি সেন্টারে ৭৫জন নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মশালা অনুুষ্ঠিত হয়।

এই কর্মশালায় ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও।
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশপ গমেজ খ্রিষ্টান নেতৃবৃন্দের ২য় জাতীয় কর্মশালার উদ্ধোধন করেন।

কর্মশালায় কার্ডিনাল ‘সৃষ্টির যতেœ আমরা খ্রিষ্টান নেতৃবৃন্দ বিষয়ে’ নেতৃবৃন্দের সাথে সহভাগিতার সময় বলেন, ‘পোপ ফ্রান্সিস ১৮ জুন ২০১৫ সালে ‘হোক তেমার প্রশংসা’ সর্বজনীন পত্রে বলেছেন প্রকৃতি ও পরিবেশের যতœ নেওয়ার জন্য, কারণ মানুষ প্রকৃতিনির্ভর।’

তিনি বলেন, ‘মন্ডলী হচ্ছে একটি পবিত্র সংগঠন। এর যতœ নেওয়া আমার আপনার সকলের দায়িত্ব।’

একজন বিশ^স্ত কর্মচারী হয়ে প্রকৃতি রক্ষার দায়িত্ব পালন করার জন্য সকল সংগঠনের নেতাদের আহ্বান জানান কার্ডিনাল।

সততা, নিরপেক্ষতা ও আদর্শ খ্রিষ্টবিশ^াস নিয়ে সংগঠনের দায়িত্ব পালনের অনুরোধ জনান খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশনের সভাপতি বিশপ শরৎ।

এছাড়া খ্রিষ্টান পরিচালিত সংগঠনসমূহ ও আমাদের দায়িত্ব, সমন্বিত পরিবেশের ঐক্য বন্ধনে খ্রিষ্টিয় সংগঠন ও বিশ^াসের সাক্ষ্যদান, ভবিষ্যৎ কর্মপরিল্পনা বিষয়ে এবং নেতৃবৃন্দের সাথে মুক্ত আলোচনা করা হয়।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশনের সেক্রেটারি থিওফিল নকরেক, নটর ডেম কলেজের শিক্ষক ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, সিষ্টার মিতালী এসএমআরএ, খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক কমিশনের আহ্বায়ক রেবেকা কুইয়াসহ আরো অনেকে।

ডিসিনিউজ/আরবি.এইচআর. ২৪ নভেম্বর ২০১৮