শিরোনাম :
জর্জ রোজারিও’র চিরবিদায়
বান্দুরা হলিক্রশ স্কুল ও কলেজের সবার শ্রদ্ধেয় ও প্রিয় জর্জ স্যার (জর্জ রোজারিও) আর নেই।
২৮ নভেম্বর, বুধবার রাত সাড়ে ১১টায় সবাইকে কাঁদিয়ে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।
বান্দুরা হলি ক্রশ স্কুল ও কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। সকলের শ্রদ্ধায় তিনি হয়ে ওঠেন জর্জ স্যার।
তিনি শুধু বিদ্যাপিঠেই শিক্ষা দিয়ে যাননি। তিনি রাজপথেও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। শ্রদ্বেয় জর্জ স্যার ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি। এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিনের মৃত্যুর পর জর্জ রোজারিও এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও তিনি ঢাকা ক্রেডিটের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া জর্জ রোজারিও’র মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের অভিভাবক ছিলেন। আমাদের অধিকার ও দাবি আদায়ে সব সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তাঁর আত্মার চিরকল্যাণ কামনা করি।’
জর্জ রোজারিও’র মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ ঢাকা ক্রেডিট পরিবার গভীর শোক জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করে।
জর্জ রোজারিও দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গতকাল রাতে মৃত্যুবরণ করেন।
আরবি.এসআর.২৯ নভেম্বর ২০১৮