ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফৈলজানা ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
444

সদস্য সদস্যাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফৈলজানা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩২তম বার্ষিক সাধারণ সভা।

২৬ নভেম্বর, সোমবার সমিতির কার্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং প্রার্থনার মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কর্মসূচী শুরু হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত সমিতির চেয়ারম্যান গগন রোজারিও।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। ফৈলজানা খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গগন রোজারিও’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগন্জ্ জেলা ক্লাস্টার সভাপতি কে. এম. মাহফুজুল হক,পাবনা জেলা ব্যবস্হাপক (কালব) মোহাম্মদ আমিরুল ইসলাম, বনপাাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া,মথুরাপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান ইগ্নাসিউস গমেজ,ফৈলজানা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃহানিফ উদ্দিন সহ সমিতির পরিচালনা পর্ষদের সদস্য -সদস্যাবৃন্দ।

সাধারণ সভায় বিগত সভার মিনিটস্ পাঠ,আলোচনা ও অনুমোদন এবং ২০১৭-২০১৮ অর্থ বছরের অনুমোদিত,২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত আয় -ব্যয়ের বাজেট পাঠ,আলোচনা ও অনুমোদন করা হয়।

প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও বলেন, “বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নেের পাশাপাশি সামাজিক উন্নয়ন হচ্ছে।ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশে একটি অনন্য সমিতি।তবে এটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আধ্যাত্মিক উন্নয়ন।ক্রেডিট ইউনিয়ন যেন খ্রীষ্টিয় মূল্যবোধ ও একতায় পরিচালিত হতে পারে।”

মাহফুজুল হক বলেন, ” তিনটি এলাকার সদস্য নিয়ে এ সমিতি পরিচালিত হয়ে আসছে। সমিতির মাধ্যমে সদস্যগণ উপকৃত হচ্ছে।

সমিতির সদস্যগণ পরিচালক মন্ডলীর উপর আস্হা ও বিশ্বাস নিয়ে অর্থ বিনিয়োগ করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তা যেন আরো প্রসারিত হয়।”

বাবলু কোড়াইয়া বলেন, “ফৈলজানাসহ পাশ্ববর্তী যেসব সমিতি রয়েছে আমরা চাই একসাথে,একযোগে কাজ করতে।একতা ও সহযোগিতার মাধ্যমে সদস্যদের আর্থিক সেবা দেওয়াই ক্রেডিট ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য।

বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি শিল্পী কস্তা।

লটারি ড্র-এর মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

আরবি.কেকা.২৯ নভেম্বর ২০১৮