ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাটির ঘরে আশ্রয় নিলেন জর্জ স্যার

মাটির ঘরে আশ্রয় নিলেন জর্জ স্যার

0
545

হাসনাবাদ গ্রামের জর্জ মাস্টার বাড়ির জর্জ রোজারারিও দীর্ঘ দিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহজালাল ইসালামী ব্যাংক হাসপাতালে ২৮ নভেম্বর রাত ১১.২৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বরেণ্য শিক্ষাবিদ, সমাজ সেবক, নাট্যকার, নাট্যাভিনেতা, প্রাবন্ধিক কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সমাজ সেবার মধ্য দিয়ে।
হাসনাবাদ গির্জায় ৩০ নভেম্বর সকার ১১টায় তাঁর শেষ কৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ম্যাক্সওয়েল গমেজ। খ্রিষ্টযাগের পরে পালকীয় পরিষদের ভাইস-চেয়ারম্যান সেবাষ্টিন রোজারিও স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘তিনি ছিলেন আমাদের একজন বলিষ্ঠ নেতা এবং শিক্ষাবিদ। তার কারণেই নবাবগঞ্জ উপজেলায় আজ শিক্ষক সমিতি হয়েছে। এছাড়া খ্রিষ্টান সমাজে জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যায়ে তার নেতৃত্বের অবদান অনস্বীকার্য। তার অসংখ্যা ছাত্র-ছাত্রী আজ দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রদান করছে। আজ আমাদের মনে হচ্ছে আমাদের অভিভাবককে হারিয়েছি।’

‘অত্যন্ত বলিষ্ঠ এবং উদার মনের নেতা ছিলেন জর্জ স্যার। সব সময় যে কোনো সভায় স্যার সময় মতো উপস্থিত হতেন। প্রতিমন্ত্রী মন্ত্রী প্রমোদ মানকিন মারা যাবার পর তিনি বাংলাদেশে খ্রীস্টান এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি যদিও স্যারের সরাসরি ছাত্র না, কিন্তু তার আদর্শের কারণে আমার কাছে তিনি স্যার হয়ে উঠেছেন’ বলেন বাংলাদেশে খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।

জর্জ রোজারিও ব্যক্তি জীবনে শিক্ষা সমাপ্ত করেন বান্দুরা হলিক্রস হাইস্কুল এন্ড কলেজে এবং শিক্ষকতাও করেন একই স্কুলে। পরবর্তীতে বান্দুরা হলিক্রস হাইস্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক, সেন্ট ইউফ্রেজী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, ধরিত্রী বাংলাদেশ সংগঠনে অন্যতম সদস্য, দিশারী সংঘের প্রাক্তন সভাপতি, হাসানাবদ ধর্মপল্লীর পালকীয় পরিষদের সহ-সভাপতি, পবিত্র পরিবার সমাজের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি, নবাবগঞ্জের শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কোষাধ্যক্ষ, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা এবং দি মেট্রোপলিটন হাউজিং সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিনি।

জর্জ স্যারের শেষ কৃত্যে উপস্থিত ছিলেন এবং তার করবে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, উইলসন রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য রঞ্জন ডমিনিক গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, খ্রীস্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, যুগ্ম-সচিব জেমস সুব্রত হাজরাসহ আরো অনেকে।

শেষ কৃত্যের খ্রিষ্টযাগের পরে হাসপনাবাদ গির্জার কবরাস্থানে জর্জ স্যারকে সমাহিত করা হয়।