শিরোনাম :
ডিসেম্বর মাসই সুইট এবং আনন্দের
আজ ডিসেম্বরের প্রথম দিন। ডিসেম্বর বড়দিনের মাস। গত রোববার শুরু হয়েছে আগমন কাল। ডিসেম্বর আসলেই খ্রিস্টের জন্মতিথির একটা ইমেজ সকলের মধ্যে বিরাজ করে। সকলের মাঝে একটা সাজ সাজ উৎসবের ভাব। দূরে থানে না বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এর প্রভাব। খ্রিস্টান প্রতিষ্ঠানগুলো বড়দিনের আমেজে সাজতে শুরু করে।
ঢাকা ক্রেডিটও সেজে উঠেছে ডিসেম্বর মাসের আনন্দে। খ্রিস্টের জন্মতিথির পার্বণকে ঘিরে ঢাকা ক্রেডিটে চলছে উৎসবের আমেজ। ঢাকা ক্রেডিটের কর্মীরা নিজেদের উদ্যোগে আয়োজন করে সুইট ডিসেম্বরের। উপলক্ষ্য একটাই, মহান প্রভুর জন্মদিন। নিজেদের মনকে শাণিত করতে ঢাকা ক্রেডিট কর্মীবাহিনী আয়োজন করে আনন্দের দিন সুই ডিসেম্বর। আনন্দের উৎসবে যোগ দেন ক্রেডিটের প্রেসিডেন্টও।
ঢাকা ক্রেডিট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি রিচার্ড রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত সুইট ডিসেম্বর উৎসবে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ উৎসবকে আরো বাড়িয়ে দেন।
উপস্থিত ছিলেন ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিন্টু সি. গমেজ , সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, চীফ অফিসারসহ ক্রেডিটের সকল কর্মীবাহিনী।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সুইট ডিসেম্বর উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের ডিসেম্বরের এবং খ্রিস্টের জন্মতিথির অনুভূতি প্রকাশ করেন। সুইট ডিসেম্বরের ইতিহাস নির্ভর আলোচনা করেন বক্তারা। ঢাকা ক্রেডিট স্টাফ ওয়েল ফেয়ারের সেক্রেটারি প্রদীপ এল. দাস সুইট ডিসেম্বর উৎসব পরিচালনা করেন।
এসময় প্রধান অতিথি এবং অংশগ্রহণকারীরা খ্রিস্টের জন্মতিথির কেক কেটে আনন্দ প্রকাশ করেন। শেষে সকলের অংশগ্রহণে কীর্তন অনুষ্ঠিত হয়।
আরবি/আরপি
১ ডিসেম্বর, ২০১৬