শিরোনাম :
উত্তরায় ঢাকা ক্রেডিটের সেবা বুথ উদ্বোধন
সদস্যদের লেনদেন এবং সুযোগ-সুবিধার জন্য উত্তরায় শুভ উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের সেবা বুথ।
শনিবার (১লা ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উত্তরায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং বিলিভার্স চার্চের রেভা: ফাদার পিটার বর্মন সেবা বুথ উদ্বোধন করেন।
উত্তরা থানার ৬নং সেকশনের ৬নং রোডের ২নং বাড়ির নিচতলায় এদিন থেকে ঢাকা ক্রেডিটের সেবা বুথ যাত্রা শুরু করে।
সেবা বুথ উদ্বোধন করার পূর্বে প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ বলেন, ‘উত্তরায় আমরা সাময়িকভাবে আপনাদের সুবিধার্থে একটি কালেকশন সেবা বুথ উদ্বোধন করা হচ্ছে। অতি শিঘ্রই সদস্যদের সুবিধার্থে আমরা একটি স্থায়ী অফিস এবং আপনাদের আবাসনের জন্য কিছু কাজ করতে চাই।’
বিলিভার্স চার্চের রেভা: ফাদার পিটার বর্মন প্রার্থনা করেন এবং ঢাকা ক্রেডিটের কর্মকর্তারা ফিতা কেটে সেবা বুথের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বোর্ড অব ডিরেক্টর রূপন পিউরীফিকেশন, আনন্দ ফিলিপ পালমা, আলবার্ট আশীষ বিশ^াস, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সদস্য প্রত্যেশ রাংসা, সুপাইভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজাররিও, সদস্য অবিনাশ নকরেক, সদস্য পাপড়ি আরেং, ঢাকা ওয়াইএমসিএ’র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নিপুন সাংমাসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ এবং সদস্যগণ।