শিরোনাম :
অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্রেডিরে প্রাক-বড়দিন, কীর্তন ও অঙ্কন প্রতিযোগীতা
রাজধানী ফার্মগেটের বটমলী হোমস্ বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্রেডিট কর্তৃক আয়োজিত প্রাক-বড়দিন, কীর্তন ও অঙ্কন প্রতিযোগীতা।
সকাল ১০টায় ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উদ্বোধনী ঘোষণা করেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১২টি কীর্তন প্রতিযোগি দল এবং ১০৮ জন স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী কীর্তন ও অঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়।
প্রতিযোগীতার শুরুতে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও অন্যান্য বোর্ড সদস্যরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায়ী এবং ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন করেন।
এর পর শুরু হয় স্কুল পড়–য়া কিশোর-কিশোরীদের অঙ্কন ও বিভিন্ন অঞ্চলে দল নিয়ে কীর্তন প্রতিযোগীতা। কীর্তন প্রতিযোগীতার বিচারক ছিলেন ইউনির্ভাসিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র (ইউডা) কীর্তন গবেষক তাপসী ঘোষ, বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারি অধ্যাপক মো. মাহমুদুল হাসান। চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিচারক ছিলেন চিত্রশিল্পী নাজিব তারেক এবং চিত্রশিল্পী ফারহানা আফরোজ।
অনুষ্ঠানের শুরুতে সমিতির সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও প্রারম্ভিক প্রার্থনা করেন।
উল্লেখ্য, এদিন বিকালে বিজয় দিবস ও প্রাক-বড়দিন উৎসব পালন করা হবে। সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, গেস্ট অব অনার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মজিদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:’র চেয়ারম্যান নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে।
প্রেসিডেন্ট গমেজ জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্তিতে এদিন সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ তাঁর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়াও ২০ জন কৃতি ছাত্র-ছাত্রী, ৭ বিসিএস ক্যাডার ও ৫ খেলোয়ারকে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানের শেষে কীর্তন ও অঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এ ছাড়াও রয়েছে বড়দিনের কেক কাটা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।