ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট চিরনিদ্রায় শায়িত হলো ক্লাউড রড্রিক্স

চিরনিদ্রায় শায়িত হলো ক্লাউড রড্রিক্স

0
699

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ক্লাউড রড্রিক্স সবাইকে ছেড়ে চলে গেলেন অজানার পারে।

ক্লাউড রড্রিক্স কিডনী জনিত কারণে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় এসআইবিএল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

২১ জানুয়ারি তাকে তেজগাঁও চার্চে সমাধিস্থ করা হয়। ক্লাউড রড্রিক্সের শেষকৃত্যে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার ছনি রড্রিক্স। সকাল ১১টায় তাঁর শেষকৃত্যের খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়।

ক্লাউড রড্রিক্সের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পন করেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, সমিতির ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, লোন কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সিইও লিন্টু গমেজ, সিও জোনস গমেজ, সিও সুদান গাইন, সিও সুইটি সি. পিউরীফিকেশন।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্মল রোজরিও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন।

ক্লাউড রড্রিক্স বিজিএমইএ-তে দীর্ঘদিন চাকরি করেছেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন সহধর্মিনী সুষমা আলো রড্রিক্স, দুই ছেলে ব্রাইট ও ব্লেজ রড্রিক্স এবং ছেলের বৌ, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী।

উল্লেখ্য যে, ১৯ জানুয়ারি বিকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে ঢাকা ক্রেডিটসহ খ্রিষ্টান নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তেজকুনীপাড়া বাসায় যান ও সমবেদনা জানান।