শিরোনাম :
আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে সেন্ট যোসেফস্ হাই্স্কুল এন্ড কলেজ, ধরেন্ডার ৫০ বছর পূর্তি উৎসব
বর্তমান এবং প্রাক্তন হাজারো ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক ও অথিতিদের উপস্থিতিতে দুই দিন ধরে চলছে সেন্ট যোসেফস্ হাই্স্কুল এন্ড কলেজ, ধরেন্ডার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব।
২৫-২৬ জানুয়ারি সাভারের সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
কার্ডিনাল প্যাট্রিক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সর্বস্তরে শিক্ষা বিস্তারে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবদান শিক্ষার্থীদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। ধরেন্ডা সেন্ট যোসেফ চার্চের ধর্মযাজক ও স্থানীয় ক’জন শিক্ষানুরাগীর অক্লান্ত শ্রম ও সুদূরপ্রসারী পরিকল্পনায় ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে আজ ৫০ বছরে পা দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক নয়, বর্তমান যুগ ও প্রয়োজন অনুযায়ী ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। তাদের নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। পিতা-মাতা, অভিভাবক ও শিক্ষকদের এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
অন্ষ্ঠুানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট টি. রোজারিওসহ উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠিত শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন ছাড়াও প্রথম দিনের অনুষ্ঠানমালায় ছিল, থিম সং, ডকুমেন্টারী ও জুবিলী স্মরণিকা উদ্বোধন। বিশেষ অতিথিদের বক্তব্য ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃৃতিচারণ। এ ছাড়াও ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা।
দ্বিতীয় দিন ২৬ জানুয়ারি চলছে প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলা ও স্মৃতিচারণ। তাদেরই অংশগ্রহণে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডিসিনিউজ/আরবি/এইচআর/২৫ জানুয়ারি ২০১৯