ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
1021

বর্ণিল আয়োজনে ২৬ জানুয়ারি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় নটর ডেম বিশ্ববিদ্যালয়’র মাঠ প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুজ সিএসসি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী অর্ণব সাংমা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকিমুর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে শপথ বাক্য পাঠ করান। এরপর প্রধান অতিথি এবং সভাপতি কবুতর ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর স্বাগত বক্তব্যে ঐতিহ্যবাহী নটর ডেম বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষাদান ও নৈতিক মূল্যবোধ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য দক্ষ, সৃজনশীল ও যোগ্য মানবসম্পদ তৈরি করছে বলে উল্লেখ করেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৫ টি ইভেন্টসে ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, বই, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। ছেলেদের মধ্যে অর্ণব সাংমা ও মেয়েদের মধ্যে আলেয়া খাতুন রিফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে মোট ২০ জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, প্রধান অতিথি, শিক্ষকমন্ডলী, স্টাফদের জন্যও খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ও আনন্দদায়ক ছিল ‘যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’।

ডিসিনিউজ/আরবি. ২৮ জানুয়ারি ২০১৯