শিরোনাম :
চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
১৯টি অত্যাবশকীয় পণ্যের সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল থেকে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
এই অভিযানকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান না চালিয়ে পাইকারী বাজারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, আমরা পাইকারী বাজার থেকে পণ্য এনে বিক্রি করি। অভিযান চালাতে হলে আগে পাইকারী বাজারে চালাতে হবে। কারণ পাইকারী বাজারে আমদানিকারকরা পণ্য বাজারজাত করেন, আমরা সেইখান থেকে কিনে আনি। অভিযান চালাতে হলে সেখান চালাতে হবে।
গতকাল অভিযানের প্রথমদিন তিন ব্যবসা প্রতিষ্ঠানকে প্লাস্টিক বস্তায় পণ্য সংরক্ষণ ও পরিবহনের দায়ে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় পণ্যের পরিবহন ও মজুদ করে আসছিলো। সে প্রেক্ষিতে প্রশাসন অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পাটের বস্তা কিংবা চটের ব্যবহার নিশ্চিত করতে নগরীর তিনটি দোকানে অভিযান পরিচালনা করি। অভিযানকালে প্লাস্টিক বস্তায় পণ্য মজুদ করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, পাইকারী বাজারে অভিযান চালাতে হবে। কিন্তু তা না করে প্রশাসন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে। এতে সুফল পাওয়া যাবে বলে আমি করি না।
অপরদিকে প্লাস্টিক বস্তার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসীরা। মোঃ আজাদ বলেন, ‘প্লাস্টিক পরিবেশের মারাত্মক ক্ষতি করে। প্লাস্টিক পচে মাটির সাথে মিশে যায় না, তাই এটি পরিবেশের মারাত্মক ক্ষতি করে। অভিযানের মাধ্যমে প্লাস্টিক ব্যবহার কমাতে পারলে পরিবেশের ক্ষতি কমবে’।
ডিসিনিউজ/আরবি.এমডি. ৩০ জানুয়ারি ২০১৯