শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ২৮ জানুয়ারী সোমবার মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর সভাপতিত্বে এ মানববন্ধন হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি কিছু করতে পারিনা। তবে আমরা চাই মৌলভীবাজার জেলার সবোর্চ্চ বিদ্যাপিঠ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত হোক।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি কলেজের ১৮ হাজার শিক্ষার্থীর গণতান্তিক দাবি। জোর দিয়ে বলেন অবিলম্বে যদি মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন না দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিত আদায় করা হবে।
এ ছাড়াও আরো অনেকে বক্তব্য তুলে ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হবে আগামী ১১ মার্চ। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান কলেজ কতৃপক্ষের কাছে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম, সানজিদা শারমিন, রসায়ন বিভাগের মেহেদী হাসান, বিএনডিসি শিক্ষার্থী ক্যাডেট আমেনা বেগম, স্মাতক পাসের শিক্ষার্থী ফারজানা আক্তার হিমু ও তাজুল ইসলাম সাবিরসহ আরো অনেকে।
ডিসিনিউজ/আরবি.এসপি. ৩০ জানুয়ারি ২০১৯