ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হাজারো আন্তনীভক্তের প্রার্থনায় পালিত হলো সাধু আন্তনীর তীর্থ

হাজারো আন্তনীভক্তের প্রার্থনায় পালিত হলো সাধু আন্তনীর তীর্থ

0
1003

হাজারো খ্রিষ্টভক্তের মিনতি ও প্রার্থনায় সিক্ত হলো নাগরীর পানজোড়ার সাধু আন্তনীর তীর্থস্থান।

এবারো পানজোড়ায় সাধু আন্তনীর তীর্থ উপলক্ষে হাজারো আন্তনীভক্তের ঢল নামে।

১ ফেব্রুয়ারি শীতকে উপেক্ষা করে আন্তনীভক্তরা বাংলাদেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশ থেকে তীর্থে অংশ নেয়। তীর্থের প্রথম খ্রিষ্টযাগ সকাল ৭টায় এবং দ্বিতীয় খ্রিষ্টযাগ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পর্বীয় মহা খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি, তাঁকে সহযোগিতা করেন ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী।

বাণী সহভাগিতায় কার্ডিনাল বলেন, ‘সাধু আন্তনীর প্রতি ভক্তি, আধ্যাত্মিকতা এবং সাধু আন্তনীর প্রতি ভালোবাসার কারণে দূর-দূরান্ত থেকে কষ্ট করে মিলিত হয়েছে ভক্তরা। সাধু আন্তনী ছিলেন সকল মানুষের কাছের বন্ধু। তাঁর কাছে কেউ কিছু চেয়ে কোনো দিন বিমুখ হয়নি, ফিরে যায়নি শূন্য হাতে। বিভিন্ন ধর্মের লক্ষ্য অনেক কিন্তু উদ্দেশ্য এক, তাই আজ জাতি ধর্ম-বর্ণ-নির্বিশেষে আমরা মিলিত হয়েছি সাধু আন্তনীর পদতলে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসলিম ব্যক্তি ডিসিনিউজকে বলেন, ‘আমাদের পরিবারে এক সময় অনেক অশান্তি ছিল। ভাই- বোন, স্বামী-স্ত্রীর মধ্যে মিল ছিল না। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিবাহ-বিচ্ছেদ করব। পরে আমার এক খ্রিষ্টান বন্ধুর সাথে সহভাগিতা করার পরে আমাকে সাধু আন্তনীর কাছে নিয়ে আসে এবং আমি মানত করি। এখন আমরা খুব ভালো এবং সুখে আছি। প্রতিবছর সময় পেয়ে একবার এখানে আসি দোয়া করার জন্য।’

পায়রা, গবাদি পশু, খাদ্য, মোমবাতি, স্বর্ণালংকার, অর্থ ইত্যাদি দিয়ে ভক্তরা প্রতিবছর সাধু আন্তনীর পদতল সিক্ত করেন। ভক্তদের মানত পূর্ণ হয়েছে তাঁরই সাক্ষ্য এই উপহার সামগ্রী।

এবারে পর্বীয় প্রথম খ্রিষ্টযাগে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, প্রায় ৭০জন পুরোহিত, এবং অন্যান্য ব্রতধারীসহ খ্রিষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের হাজারো আন্তনভক্ত তীর্থে অংশ নেয়।

ডিসিনিউজ/আরবি.এইচআর. ১ ফেব্রুয়ারি ২০১৯