ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বনপাড়ায় লূর্দের রাণী মা মারীয়ার তীর্থোৎসব

বনপাড়ায় লূর্দের রাণী মা মারীয়ার তীর্থোৎসব

0
590

নয়দিনের নভেনা ও আধ্যাত্মিক প্রস্তুতির পর ১ ফেব্রুয়ারি (শুক্রবার) বনপাড়া ধর্মপল্লীতে পালিত হলো ধর্মপল্লীর পর্ব ও মা মারীয়ার তীর্থোৎসব।

এই তীর্থোৎসবে বনপাড়ার স্থানীয় ও রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৪৫০০ জন খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন।

৩১ জানুয়ারি নভেনার খ্রিষ্টযাগের পর মোমবাতি হাতে নিয়ে মিশন বাইপাস ঘুরে আলোর শোভাযাত্রা করা হয়।

পর্বের দিন ১ ফেব্রুয়ারি সকালে রোজারি মালা প্রার্থনা এবং পবিত্র ক্রুশের পথের পরে তীর্থের মহাখ্রিষ্টযাগে ১২ জন যাজকের সহার্পনে প্রধান পৌরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

পর্বীয় খ্রিষ্টযাগে উপদেশ বাণিতে বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘’আমরা যদি বার বার মা বলে ডাকি, অবশ্যই মা মারীয়া সন্তানের সেই আহবানে সাড়া দিবেন। কেউ যদি না-ও ডাকেন, মা মারীয়া কিন্তু তাকে ফেলে দিবেন না। তিনি আমাদের প্রয়োজন বুঝে সাহায্য করেন। তাই মা মারীয়ার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা আরো বাড়াতে হবে।’

তীর্থোৎসবে অংশগ্রহণকারী খ্রিষ্টভক্তগণ খ্রিষ্টযাগ শেষে লূর্দের রাণী মা মারীয়ার আশির্বাদ নিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান।

ডিসিনিউজ/আরবি.কেকা. ২ ফেব্রুয়ারি ২০১৯