ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে পানছড়ি বাজার বয়কটের সমস্যা নিরসনের দাবি ব্যবসায়ীদের

খাগড়াছড়িতে পানছড়ি বাজার বয়কটের সমস্যা নিরসনের দাবি ব্যবসায়ীদের

0
420

খাগড়াছড়ি জেলার পশ্চিমে পানছড়ি উপজেলা সদরের পানছড়ি বাজার বয়কটের সমস্যা নিরসনের দাবী জানিয়েছেন পানছড়ি বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পানছড়ি বাজারে অনুষ্ঠিত এক ব্যবসায়ী সভায় এ দাবী জানানো হয়। পানছড়ি বাজারের প্রবীন ব্যবসায়ী আহমদ সৈয়দ এর সভাপতিত্বে ও মোঃ সোলায়মান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জয় প্রসাদ দেব, কাজী এনামুল হক সওদাগর, মোঃ ইসমাইল হোসেন, বাজার উন্নয়ন কমিটির সম্পাদক মোঃ আবুল কাশেম, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আসিফ করিম, মোঃ আলমগীর হোসেন, পলাশ চৌধুরী ও ইউসুফ আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, ‘দীর্ঘ ১০মাস যাবত একটি বিশেষ মহলের উস্কানীতে স্থানীয় আদিবাসীরা পানছড়ি বাজার বয়কট করেছে যার কারণে বাজারসহ পানছড়ি বাসীর জীবনমানের অবস্থা খুবই করুন। বাজারে ক্রেতা না থাকায় অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও ও সমিতি থেকে নেয়া ঋণ যথাসময়ে পরিশোধ করতে পারছে না যার কারনে কয়েকজন ব্যবসায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে পলায়ন করেছে। বর্তমানেও ক্রেতাবিহীন বিক্রেতারা নিজ দৌকানে বসে অলস সময় পার করছেন।’

অন্যদিকে ঐ এলাকার আদিবাসীদের(নাম প্রকাশে অনিচ্ছুক) তথ্যমতে, পানছড়ি বাজার বয়কট হওয়ার কারনে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যথাসময়ে পাচ্ছেন না এবং তাদের বাগানের ফল ও ক্ষেতের উৎপাদিত সবজি বিক্রি করতে পারছেন না। বাধ্য হয়ে অনেক টাকা খরচ করে দূরবর্তী খাগড়াছড়ি বাজারে ও সীমান্তবর্তী লোগাং বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে ও বিক্রি করতে হচ্ছে।

তাই ভুক্তভোগী ও ব্যবসায়ীরা-স্থানীয় প্রশাসন ও সরকারকে এই সমস্যা অতি দ্রুত নিরসন কল্পে প্রয়োজনীয় ববস্থা গ্রহন করার দাবী জানান।

উল্লেখ্য, গত ১৯মে, ২০১৮ইং আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) বাজার বয়কটের ঘোষণা দিলে ২০মে থেকে আজ পর্যন্ত বাজারে বিরাজ করছে ভুতুড়ে অবস্থা।