শিরোনাম :
অমর একুশে বই মেলা শুরু
বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতির অন্যতম আয়োজন মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমি চত্বরে বই মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বই মেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পুরোটা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এ বছর মেলাকে অনেক খোলামেলাভাবে সাজানো হয়েছে। মেলার খোলামেলা বিন্যাসে স্বস্তি প্রকাশ করেছেন দর্শনার্থীরা। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ২৫টি স্টলে ২টি করে লিটল ম্যাগাজিনকে স্থান দেয়া হয়েছে। স্টল পেয়েছে অন্য ১৩০টি প্রতিষ্ঠান।
শুক্র এবং শনিবার বাদে অন্যান্য দিন মেলা শুরু হবে বিকেল ৩টা থেকে। উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত।
গতবারের ন্যয় এবারও মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু কর্নার রয়েছে। এই কর্নারে শিশুদের চিত্ত-বিনোদনের জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে। সেখানে শিশুবিষয়ক লেখকরাও কোমলমতি শিশুদের সঙ্গে আড্ডা দেবেন।
ডিসিনিউজ/আরবি.পিবি. ৭ ফেব্রুয়ারি ২০১৯