শিরোনাম :
চাটমোহরে বর্ণ অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পাবনার চাটমোহরে ব্যতিক্রমী বর্ণ অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বজ্রমুষ্ঠি ফাউন্ডেশন।সম্প্রতি ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, সহকারী কমিশনার ভূমি ইকতেখারুল ইসলাম ও ইউএনও পত্নী প্রিয়াংকা শিকদার।আরো উপস্থিত ছিলেন বজ্রমুষ্ঠি ফাউন্ডেশনেের প্রতিষ্ঠাতা রাজেন কুন্ডু,সংগঠনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি রনি রায়, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান, অংকন শিক্ষক মানিক দাস ও মিলন রব।
প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।শেষে ৩৮ জনকে পুরস্কৃত করা হয়।