ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চুড়িহাট্টার ঘটনায় বিসিএ’র শোক প্রকাশ

চুড়িহাট্টার ঘটনায় বিসিএ’র শোক প্রকাশ

0
304

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জন নিরিহ মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন গভীর শোক, দুঃখ ও সমাবেদনা প্রকাশ করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা উল্লেখ করেন, ’চকবাজারের ঘটনা হৃদয় বিদারক, করুণ এবং মর্মস্পর্শী। এ দুর্ঘটনার সংবাদে গোটা জাতি বেদনাহত, স্তম্বিত। বিশ্ববাসীর হৃদয়কেও স্পর্শ করেছে এ ঘটনা। নিমতলীর ঘটনার পর এ ধরেনের ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত কষ্টদায়ক এবং অনভিপ্রেত। পুরনো ঢাকার ব্যবসায়ী ভাইদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে; কানপেতে শুনতে হবে মানুষের আহাজারি, স্বজনহারাদের আকুতি। মনে রাখা প্রয়োজন ব্যবসা এবং সকল কিছুর উর্ধ্বে মানুষের জীবন, মানবতা এবং মানুষের বেঁচে থাকার অধিকার। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া খুবই জরুরী। তদন্তে কেউ দায়ী হলে তাদের আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস আমরা লক্ষ্য করেছি, আমরা আশাবাদী এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আগামী দিনে রোধ হবে। এ কাজে সকল পক্ষকেই উদারভাবে সহযোগিতা করতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে।’ এসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তারা উল্লেখ করেন, ‘যে সমস্ত ভাই ও বোন মৃত্যুবরণ করেছেন আমরা তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করছি এবং আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

ডিসিনিউজ/আরবি. ২৪ ফেব্রুয়ারি ২০১৯