শিরোনাম :
ভারত থেকে আসা দর্শনার্থীর ঢাকা ক্রেডিটের উদ্যোগগুলোর প্রশংসা
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে ভারতের ম্যাঙ্গালর থেকে আসা ফাদার মুলার চ্যারিটেবল ইনস্টিটিউশনের দু-জন ফাদার রিচার্ড এলয়সিয়াস কৈলো (পরিচালক) ও রুডলফ রাভি ডি’সা (প্রশাসনিক কর্মকর্তা) এবং এথেনা হাসপাতালের আর এস শেতিয়ান (চেয়ারম্যান) ও আশা সেতিয়ান (সেক্রেটারি) ঢাকা ক্রেডিটের কয়েকটি প্রকল্প পরিদর্শনকালে উদ্যোগগুলোর ভুয়শী প্রশংসা করেন।
২ মার্চ শনিবার উল্লিখিত চারজন বিদেশি অতিথির দলটি ঢাকা শহরের সাধনপাড়া ও মনিপুরীপাড়ায় দুটি গার্লস হোস্টেল, সেবাসেন্টার, জিম প্রকল্প ও ৬৫ জন শিশুর ধারণ ক্ষমতাসম্পন্ন চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার পরিদর্শনকালে তাঁরা ঢাকা ক্রেডিটের উদ্যোগগুলোর সাধুবাদ জানান।
অত্যাধুনিক প্রকল্পগুলোর প্রশংসা করে অতিথিরা বলেন, ঢাকা ক্রেডিটের উদ্যোগগুলো নিঃসন্দেহে সময়োপযোগী ও সমাজকল্যাণমূলক। ‘ঢাকা ক্রেডিটের সকল উদ্যোগই মানুষের কল্যাণের জন্য।’
জিম প্রকল্প পরিদর্শনের সময় তাঁরা এদেশের যুবক-যুবতীদের স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করেন এবং গার্লস হোস্টেল পরিদর্শনকালে সমাজের গ্রাম বা দূরদূরান্ত থেকে আসা মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনও অনুভব করেন। সেন্টারটি পরিদর্শনকালে ফাদার মুলার ইনস্টিটিউশনের পরিচালক ফাদার রিচার্ড বলেন, যিশুর শিষ্যরা যখন দূরে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন যিশু শিশুদের কাছে ডেকে ওদের সরলতার কথা উল্লেখ করে তাদের মত্ োসরলমনা মানুষদেরই স্বর্গে যাবার অধিকার আছে বলে উল্লেখ করেছিলেন।
শিশুদের সেবাযতœ ও নিরাপত্তার জন্য ঢাকা ক্রেডিট যে উদ্যোগ নিয়েছে তা অতি গর্বের ও যিশুর আদেশ-উপদেশ পালনেরই নামান্তর বলে উল্লেখ করেন ফাদার রিচার্ড। তিনি বলেন, আদর্শ মানুষ করে গড়ে তোলার এমন আদর্শ সেন্টারের বিকল্প নেই।
চাইল্ড কেয়ার সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স দর্শনার্থীদের সেন্টারের সকল সুযোগ-সুবিধার কথা বর্ণনা করেন। সিঙ্গাপুর থেকে এই সেন্টারের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে এবং সেই মান বজায় রেখে এর কার্যক্রম চলছে। তিনি জানান, এটাই বাংলাদেশে প্রথম আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার যেখানে দেড় থেকে ছয় বছরের সকল ধর্মের কর্মজীবী পিতামাতার শিশুদের সবচেয়ে নিরাপদ স্থান। খেলাধুলাসহ নানা অনুশীলনের মাধ্যমে শিশুদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও পরিচালনা দেওয়া হয়। পরে তিনি শিশুদের সারাদিনের যাবতীয় কার্যক্রমের নানা শিশুবান্ধব সুযোগ-সুবিধা ঘুরে দেখান।
এ সময় মুলার চ্যারিটেবল ইনস্টিটিউশনের প্রশাসনিক কর্মকর্তা রুডলফ রাভি ডি’সা শিশুদের সাথে মিশে গিয়ে তাদের একটি ছড়াগান অনুশীলন করান। মজা করে শিশুদের সাথে আলাপ করেন।
দর্শনার্থীগণ সেন্টার থেকে বিদায় নেওয়ার আগে সেক্রেটারি পংকজ কস্তা তাঁদের উপহার প্রদান করেন।
উল্লেখ্য, মার্চ ১ (শুক্রবার) গাজীপুরের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিট কর্তৃক নির্মিতব্য ৩০০ শয্যা বিশিষ্ট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার ২২ বিঘা পরিদর্শন, ব্রেইন-স্ট্রর্মিং সেশনে অংশগ্রহণ করেন ও বিকেলে ঢাকায় সমিতির প্রধান কার্যালয়ে সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করেন। দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি অনুসারে মূলার চ্যারিটেবল ইনস্টিটিউশন-এর পক্ষ থেকে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ-সংশ্লিষ্ট, হাসপাতালের মানব-সম্পদ নিয়োগ ও উন্নয়ন, স্টাফদের অর্গানোগ্রাম তৈরিসহ হাসপাতালের নানা যন্ত্রপাতি সরবরাহে সহায়তার হাত বাড়াবেন।
আরপি, আরবি, ২ মার্চ ২০১৯