শিরোনাম :
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত
‘পানি সবার আধিকার, বাদ যাবেনা কেও আর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা বিশ্ব পানি দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলচনা সভায় মিলিত হয়।
পানি উন্নয়ন বোর্ড পাওয়ার বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার॥