শিরোনাম :
ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির প্রথম ত্রি-বার্ষিক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন
মঠবাড়ির কুচিলাবাড়ীতে ঢাকা ক্রেডিট রির্সোট এন্ড ট্রেনিং সেন্টারে, ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির প্রথম ত্রি-বার্ষিক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল (বৃহষ্পতিবার) বিকাল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির প্রেসিডেন্ট প্রদীপ সরকার ও কোষাধ্যক্ষ দানিয়েল শিকদার সমিতির সার্বিক চিত্র তুলে ধরেন।
পরে কালব এর ট্রেনিং এন্ড কনসালটিং এর সিনিয়র ম্যানেজার মো. আব্দুল মান্নান SWOT Analysis নিয়ে আলোচনা করেন, এবং পরে কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির সম্পাদক ডা: বিনয় গোস্বামী SWOT Analysis-এর উপর দলীয় আলোচনা করেন।
কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও ও ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির সহ-সভাপতি নিত্য অধিরকারী সমিতির ভিশন ও মিশন নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ কার্যক্রম ভিত্তিক লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারনের বিষয় আলোচনা করেন। এসময়ে তিনি কর্মীদের পেশাগত দায়-দ্বায়িত্ব সম্পর্কে অবহিত করেন।
দলীয়ভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পান প্রণয়ন প্রযুক্তির সঠিক ব্যবহার করে, উপযুক্ত স্থানে বিনিয়োগের কথা বলেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ।
এ সময় তিনি লক্ষ্য অর্জনের কৌশল, সেবার মানবৃদ্ধিকরন, প্রডাক্ট মার্কেটিং, ঋণ বিনিয়োগের লক্ষ্য অর্জন, খেলাপী ঋণ হ্রাসকরণ, মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান এবং কর্মসংস্থানের লক্ষ্য অর্জন ও মনিটরিং টুলস নিয়েও আলোচনা করেন।
বিকালে ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতির কর্মকর্তা ও কর্মীরা মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও সমবায় বাজার পরিদর্শন করেন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণ নেয়।
ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি ১৯৮০ সালে আগষ্ট মাসের দিকে ৭ জন সদস্য ও ৭০ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি ১৪ হাজার সদস্যের ৭৩ কোটি টাকার সমিতি।
কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, কাককো ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেকে।