শিরোনাম :
সাতক্ষীরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তালা: ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদে একজন সাবেক কমান্ডার তালা ঝুলিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাধারন মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। কী কারনে তাদের দ্বিতীয় আবাস মুক্তিযোদ্ধা ভবনে তালা লাগানো হলো তার কৈফিয়ত তলব করছেন তারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী কমান্ডার মোশারফ হোসেন মশু বলেন, ‘মঙ্গলবার দুপুরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এতে পুরানো দোতালা ভবনটিতে থাকা মুক্তিযোদ্ধা অফিস ও মিলাতায়ন আটকা পড়েছে। মুক্তিযোদ্ধা সংসদের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে লাল স্কচ টেপ লাগিয়ে বলা হয়েছে ‘স্থান পরিবর্তন, নতুন কমপ্লেক্স ভবন।’
তিনি আরো বলেন, সকাল থেকেই সেখানে তালা লাগানো। কোনো মুক্তিযোদ্ধারা গিয়ে বসতে পারছেনা।
এ ঘটনায় নিচতলা ভাড়া দেওয়া দোকান পাটের মালিকরাও হতাশ হয়েছেন।