শিরোনাম :
সাভারে ধরেন্ডা ধর্মপল্লীতে পালিত হলো ‘আন্তর্জাতিক মা দিবস’
সাভারের ধরেন্ডা মিশনের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে’র আয়োজনে স্থানীয় মা’দের নিয়ে পালিত হলো আন্তর্জাতিক মা দিবস।
১৭ মে, সকাল ৮টায় ধর্মপল্লীর গির্জা মাঠ প্রাঙ্গনে র্যালী ও খ্রিষ্টযাগের মধ্যদিয়ে দিনব্যাপী মা দিবস পালন করেন সাভারবাসী।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে’র চেয়াম্যান মাইকেল জন গমেজের সভাপতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার ফৌজিয়া আক্তার পপি।
সভাপতি মাইকেল জন গমেজ বলেন, পৃথিবীতে মা অতুলনীয়, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং স্বর্গীয়। একজন মা তার সন্তানকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালন-পালন এবং সকল কষ্ট সহ্য করে গড়ে তোলেন। পৃথিবীর সকল ধর্মে মা’কে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রত্যেক সন্তানের উচিত মাকে যথার্থ সম্মান প্রদর্শন করা। মায়ের ভরণ-পোষণের দায়-ভার গ্রহণ করা সন্তানের একটি নৈতিক দায়িত্ব। যারা নিজের প্রয়োজনে মাকে অসস্মান করে, তারা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না।
প্রধান বক্তা ব্যারিষ্টার ফৌজিয়া আক্তার পপি বলেন, ‘মা মারা গেলে, সেই শূন্যস্থান কোনো কিছুতেই পূর্ণতা পায় না।’
তিনি আরো বলেন, ‘আজ আমরা এখানে যারা একত্রিত হয়েছি এবং বিভিন্ন কর্মে অগ্রসর হয়েছি তা আমাদের মায়ের অবদানের কারণেই। প্রত্যেক সন্তানের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। সেখান থেকেই প্রতিটি শিশু পারিবারিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে। সেক্ষেত্রে মায়ের সন্তানের প্রতি নজর রাখা উচিত, সন্তান কোন শিক্ষাটি গুরুত্বের সাথে গ্রহণ করছে আর কোনটি অবহেলা করছে। একজন আদর্শ মা হবার জন্য খুব বেশি উচ্চশিক্ষার প্রয়োজন নেই, পারিবারিক মূল্যেবোধ এবং নৈতিকতা শিক্ষার জন্য একজন মায়ের সচেতন হওয়াই যথেষ্ট।
এ ছাড়া প্রধান বক্তা মায়ের গর্ভকালীন বিষয় এবং মাতৃস্বাস্থ্য সম্পর্কে আলোচনা করেন।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী বলেন, জননী এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে মূল্যবান। একজন সুস্থ ও শিক্ষিত মায়ের কাছ থেকে সুস্থ সন্তান প্রত্যাশা করা যায়। প্রত্যেক মাকে তার সন্তানকে পরিবার, সমাজ ও পরিবেশকে চেনাতে হবে। প্রত্যেক মা’ই সন্তান জন্ম দিতে পারে কিন্তু আদর্শ মা সবাই হতে পারে না।
তিনি আরো বলেন, প্রত্যেক মায়ের তার ছেলেকে বলা উচিত ‘তোমার পাশের মেয়েটিও মায়ের জাত, তাকেও মায়ের মতো সম্মান করো।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, প্রতি বছর মা দিবস পালন করা হয় মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা এবং মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক রয়েছে তা স্মরণ করিয়ে দেবার জন্য। মা হচ্ছেন দেব তুল্য। মা দিবস পালন করা হয় কোনো অধিকার আদায়ের জন্য নয়, মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য। পৃথিবীতে মায়ের কোল সবচেয়ে নিরাপদ স্থান।
তিনি আরো বলেন, নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক মাকে আমাদের সম্মান দেখানো উচিত।
বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বাইরে থাকে, চাকরী করে কিন্তু মায়ের খোঁজ-খবর নেয় না। মা দিবস হচ্ছে প্রত্যকে সন্তানের মায়ের প্রতি শ্রদ্ধা নবায়নের দিন।
তিনি এ সময় ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে’র কাছে প্রস্তাব রাখেন স্থানীয় বিধবা-অসহায় মায়েদের জন্য মাসিক/ বাৎসরিক ভাতার ব্যবস্থা করার জন্য।
ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বোর্ড অব ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর ভাইস-প্রেসিডেন্ট বিলাস বি. গমেজ, লরেন্স রোজারিও তাদের বক্তব্যে সকল মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দশ জন মাকে সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে দিনব্যাপী মা দিবসের সমাপ্তি ঘটে।