ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পাঁচ হাজার টাকা থেকে দুইশত টাকা পঞ্চায়েত সভাপতির পকেটে

পাঁচ হাজার টাকা থেকে দুইশত টাকা পঞ্চায়েত সভাপতির পকেটে

0
486

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি ফুলছড়ি চা বাগানে সরকার থেকে অনুদান প্রাপ্ত জনপ্রতি ৫০০০ টাকা থেকে ২০০ টাকা বাগান পঞ্চায়েত সভাপতির পকেটে যাচ্ছে  বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

ফুলছড়ি চা বাগানের অনুদানপ্রাপ্ত নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, ব্যাংক থেকে ৫০০০ টাকা নিয়ে এসেছি, লাইন চৌকিদার ২০০ টাকা দাবি করে নিয়ে গেছে সভাপতির জন্য। সভাপতি ফরম জোগাড় করে দেওয়ায়, তার কষ্টের বিনিময়ে ২০০ টাকা নিয়ে গেছে।

এই বিষয়ে ফুলছড়ি চা বাগানের পঞ্চায়েত সভাপতি লক্ষণ সাঁওতাল কিছুই বলতে রাজী হয়নি।

উল্লেখ্য, ২০ মে, সোমবার চা বাগানে ৫৭৮৬ জন চা শ্রমিককে ২ কোটি ৮৯ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়। ওই দিনেই কালাপুর ইউনিয়ন মাজদিহি চা বাগানে ৩২০ জন চা শ্রমিকে ১৬ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন ‘সামাজিক নিরাপওা বেষ্টনীর আওতায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য।’

দিন মাজদিহি চা বাবাগানের চা শ্রমিকদেরকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।

সরকারী বরাদ্দের এই টাকা থেকেই পঞ্চায়েত সভাপতি প্রান্তিক চা শ্রমিকদের কাছ থেকে এই অর্থ আদায় করে নিচ্ছে।