ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কার্ডিনাল প্যাট্রিককে খ্রিস্ট মন্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা

কার্ডিনাল প্যাট্রিককে খ্রিস্ট মন্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা

0
562

পোপ ফ্রান্সিসের বাংলাদেশ থেকে কার্ডিনাল দেওয়া বাংলাদেশের আশির্বাদ বলে মনে করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী।

নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিককে ৯ ডিসেম্বর, শুক্রবার বাংলাদেশ খ্রিস্টমন্ডলীর পক্ষ থেকে কাকরাইলস্থ প্রধান গির্জায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপদেষ্টা রিজভী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গর্ব করি। মাঝেমধ্যে কিছু লোক এটা নষ্ট করার চেষ্টা করে।’ তিনি বাংলাদেশ সরকার প্রধানের পক্ষ থেকে কার্ডিনাল প্যাট্রিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবর্ধনা ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, ভারতের কোলকাতার আর্চবিশপ টমাসডি’সুজা, আগরতলার বিশপ লোমেন, বারই পুরের বিশপ সালবাদোরলভো, আইজোর বিশপ ষ্টিফেন,বাংলাদেশর সকল কাথলিক বিশপ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, হাউজিং সোসাইটির চেয়াম্যান আগস্টিন পিউরীফিকেশন, নির্মল রোজারিও প্রায় দুইশতাধিক ধর্মযাজক, ব্রতধারী-ব্রতধারিণী ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় সাড়ে চার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

dc-3অনুষ্ঠানে কোলকাতার আর্চবিশপ ডি’সুজা বলেন, কার্ডিনাল প্যাট্রিক হলেন আমাদের বাংলা ভাষা ভাষিদের গৌরব। তিনি এখন বিশ্বের আধ্যাত্মিক নেতা। আমরা সবাই তাঁকে নিয়ে গর্বিত। পোপ মহোদয় তাঁকে কার্ডিনাল নিযুক্ত করে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। আমরা বিশ্বাস করি তিনি হয়ে উঠবেন এ দেশের শান্তির দূত।

সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক বলেন, “আজ আমরা আনন্দিত, উল্লসিত, কারণ সৃষ্টিকর্তা বাংলাদেশকে আশীর্বাদিত করেছেন। পোপ ফ্রান্সিস বাংলাদেশ থেকে কার্ডিনাল নিয়োগ দান করে বাংলাদেশকে বর্হিবিশ্বেও কাছে সম্মানিত করেছেন। বিশ্ব এখন বাংলাদেশের কার্ডিনালের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের ও জাতি গোত্রের সৌভ্রতৃত্বপূর্ণ সহাবস্থান জানতে ও বুঝতে পারবে”।

তিনি আরো বলেন, “কার্ডিনাল কোন ব্যক্তির অর্জন নয়। এটা গোটা দেশের অর্জন। গোটা জাতিকে সম্মানিত করা।”

d-0এদিকে শনিবার সকাল ৯ টায় নব নিযুক্ত কার্ডিনাল সাভারের জাতীয় স্মৃতি সৌধে এবং ১১ টায় ধানমন্ডী ৩২ নম্বর জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল প্যাট্রিক, পোপ ফ্রান্সিস কর্তৃক ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনিই বিশ্বের প্রথম বাঙালি ধর্মযাজক যিনি ধর্মীয় এত বড় পদ লাভ করেছেন। ৭৩ বছর ৩ মাস বয়সী কার্ডিনাল প্যাট্রিক এখন পোপীয় নির্বাচনে অংশ নিতে পারবেন।

ডিসিনিউজ/আরবি/আরপি/৯ ডিসেম্বর, ২০১৬