শিরোনাম :
গারো ফুটবল চ্যাম্পিয়নশীপে ধোবাওরার টংনাপাড়া দল চ্যাম্পিয়ন
১৪ জুন গারো ইনডিজিনিয়াস ফুটবল ফেডারেশন আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশীপে মধুপুর বেরিবাইধ টিমকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাওরার টংনাপাড়া দল।
বিকাল ৪টায় মোহম্মদপুর ঈদগাহ মাঠে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ময়মনসিং-১ আসনের সাংসদ জুয়েল আরেং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন।
খেলা শেষে বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, সিডিআই পরিচালক নিশারন থিওফিল নকরেক, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, ফেডারেশনের সভাপতি নবীন রংমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তারা গারোদের এই ফুটবল খেলা আয়োজনের ভূয়শী প্রশংসা করে এবং প্রতি বছর এই খেলার ঐতিহ্য ধরে রাখতে আহ্বান জানান।
প্রতি বছর গারো ইনডিজিনিয়াস ফুটবল ফেডারেশন গারোদের জন্য ফুটবল খেলার আয়োজন করে। এই বছর মোট ১৬টি দল খেলায় অংশ নেয়। ১০ মে থেকে খেলার শুরু হয়ে ১৪ জুন টংনাপাড়ার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এই খেলার পর্দা নামে।