ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিশ্ব মানবাধিকার দিবসে গৃহশ্রমিকদের সমাবেশ ও র‌্যালি

বিশ্ব মানবাধিকার দিবসে গৃহশ্রমিকদের সমাবেশ ও র‌্যালি

0
413

‘গৃহশ্রমিকদের মানবাধিকার সুরক্ষায় সোচ্চার হউন, সক্রিয় হউন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ এর নির্দেশনা মেনে চলুন’ শ্লোগানে বিশ্ব মানবাধিকার দিবসে প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ, মানববন্ধন এবং র‌্যালি অনুষ্ঠিত।

১০ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, স্কপের সভাপতি জনাব মেসবাহ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ লেবার ফেযারেশনের সভাপতি জনাব শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফন্টের সাধারন সম্পাদক জনাব রাজেকুজ্জামান রতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি জনাব কামরুল হাসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সমন্বয়কারী জনাব চৌধুরী আশিকুল আলম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জনাব জাকির হোসেনসহ আরো অনেকে।

সমাবেশে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে সংঘঠিত তিন শতাধিক গৃহশ্রমিক অংশগ্রহণ করেন।

নেটওয়ার্ক সমন্বয়কারী ও বিল্সের নির্বাহী পরিচালক সুলতানা উদ্দিন আহম্মদ ও জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেনের সঞ্চালনায় কর্মসূচীতে বিভিন্ন দাবী উত্থাপিত হয়।

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্র্ভূক্ত করা; গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন (নং ১৮৯) দ্রুত অনুসমর্থন করা; গৃহশ্রমিক হত্যা, নির্যাতন, হয়রানি বন্ধে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, গৃহশ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা ও প্রকৃত অবস্থা যাচাই করতে নিবন্ধন ও পরিদর্শন কার্যক্রম চালু করা এসব দাবিগুলো সমাবেশ ও র‌্যালিতে জোরালো উত্থাপিত হয়।

আরবি/আরপি/এসএন/ ১০ ডিসেম্বর, ২০১৬