ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়ি জেলা পরিষদ ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

খাগড়াছড়ি জেলা পরিষদ ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

0
309

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে পাসপোর্ট করে দেয়ার প্রমাণ পায় দুদক।

মঙ্গলবার ২৫জুন সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি সমম্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি দল।

অভিযানের শুরুতেই অভিযোগের সূত্র ধরে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পায় দুদক। নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও দালাল চক্রকে সনাক্ত করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের পরিচ্ছন্ন কর্মী ও পানছড়ি উপজেলার মৃত-রুমেন ত্রিপুরার ছেলে সুরেশ ত্রিপুরা (২৪) কে ৩ জন গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের সময় ৭ হাজার টাকাসহ হাতে-নাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। আটককৃত ব্যক্তি দালাল চক্রের সাথে জড়িত থাকায় তাকে একদিনের মধ্যেই তিন পার্বত্য জেলা ব্যতীত অন্য জেলায় বদলীর আদেশ প্রদান করেন দুদক কর্মকর্তা।

পাসপোর্ট কার্যালয়ে সেবা নিতে আসা অনেক গ্রাহকই অভিযোগ করে বলেন, পাসপোর্টের ফরম পূরণ ও ছবি তুলে দিতে প্রতিটি টেবিলেই টাকা দিতে হয়। টাকা না দিলে কোন কাজই করেন না পাসপোর্ট অফিসের লোকজন। কেউ প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিদিন।

অভিযান পরিচালনাকালে দুদকের রাঙ্গামাটি সমম্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেও অভিযান চালায় দলটি। সে সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজার অফিসে কোন কাজের আগেই একটি প্রকল্পে ২০ লাখ টাকা উত্তোলনের প্রমাণ মিলে। এ সময় ৭ দিনের মধ্যে উক্ত কাজটি শেষ করার নির্দেশ দেয় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের আঞ্চলিক উপ-সহকারী পরিচালক শওকত কামাল বলেন, তদন্ত করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

দুদকের রাঙ্গামাটি সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন আহম্মেদ বলেন, পাসপোর্ট অফিসে আমরা অনিয়মের সত্যতা পেয়েছি। পাসপোর্ট করতে আসা অসহায় মানুষকে হয়রানি করার একাধিক অভিযোগ আছে। এসব ঘটনার আরও তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।