ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত: ভূমিধসের আশঙ্কায় চালু করা  হয়েছে আশ্রয়কেন্দ্র

চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত: ভূমিধসের আশঙ্কায় চালু করা  হয়েছে আশ্রয়কেন্দ্র

0
328

চট্টগ্রামে  কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে ভূমিধস হতে পারে  এ আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  ‘মারাত্মক ঝুকি’ নিয়ে বাস করা লোকজনের জন্য নগরের বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে ৮টি আশ্রয়কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। শনিবার  সকাল থেকে নগরীর সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে জেলা প্রশাসনের মাইকিং কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরিয়ে নেওয়া লোকজনকে যাতে অসুবিধায় পড়তে না হয়, এজন্য আকবর শাহ এলাকায় পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়, ফয়’স লেক এলাকার ফিরোজ শাহ ই-ব্লক স্কুল, পলিটেকনিক কলেজ এলাকায় চট্টগ্রাম মডেল হাই স্কুল, জালালাবাদ হাউজিং এলাকায় জালালাবাদ বাজার সংলগ্ন শেড, ট্যাংকির পাহাড় এলাকায় আল হেরা ইসলামিয়া মাদ্রাসা, মিয়ার পাহাড় এলাকায় রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, মতিঝর্ণা পাহাড় এলাকায় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোড়া কলোনি এলাকায় ছৈয়দাবাদ স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ৬ জন সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সমন্বয়ে এসব আশ্রয়কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। সেখানে আশ্রয় নিতে আসা লোকজনের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির মজুদ রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকায় লোকজনকে সরিয়ে নিতে সকাল থেকেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। লোকজনকে সরে যেতে মাইকিং করার পাশাপাশি তারা যাতে আশ্রয় নিয়ে থাকতে পারে এ জন্য ৮টি আশ্রয়কেন্দ্র চালু এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে চ্ট্টগ্রামের পাহাড়ী এলাকা, বান্দরবান, রাঙ্গামাটি, কাপ্তাই, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে পাহাড় ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন।