ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়ি হবে শিক্ষার আলোয় আলোকিত যানজটমুক্ত ও পর্যটনমূখী শহর

খাগড়াছড়ি হবে শিক্ষার আলোয় আলোকিত যানজটমুক্ত ও পর্যটনমূখী শহর

0
461

খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে সোমবার দুপুরে পৌর সন্মেলন কক্ষে চলমান উন্নয়ন মূলক কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌরবাসীর জীবনযাত্রা ও সামগ্রীক উন্নয়নে কাজ করে যাচ্ছে পৌর পর্ষদ। খাগড়াছড়ি পৌরসভার চলমান উন্নয়ন মূলক কার্যক্রমকে দেশের জনগণের কাছে তুলে ধরতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, পৌরসভা দক্ষতার সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পৌর পরিচালনার মাধ্যমে পৌরবাসীকে আধুনিক পৌর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পৌরসভাকে অর্থনৈকিভাবে স্বাবলম্বী, উন্নত জীবন যাপনের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে খাগড়াছড়িকে একটি যানজটমুক্ত, পর্যটনমূখী, পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন পরিকল্পিত একটি আধুনিক শহর, নিরাপদ ও সুন্দর পৌরসভা বিনির্মাণ করার কথা ব্যক্ত করেন।

এ সময় মেয়র আরো বলেন, খাগড়াছড়ি পৌরসভার বিএমডিএফ প্রকল্পের আওতায় অধিগ্রহন করা জায়গায় পৌর মার্কেটের কাজ শুরু করলেও একটি পক্ষ উন্নয়ন মূলক কাজে বাঁধা সৃষ্টি করছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে পৌর কর্তৃপক্ষ।

এছাড়াও খাগড়াছড়ি পৌর শহরে আধুনিক সড়ক নির্মাণে ১৪ কোটি ৪৬ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজসহ পৌর বাস টার্মিনাল নির্মাণ, আবাসন প্রকল্প, শালবন স্কুল এন্ড কলেজ, জিরো মাইলে ট্রাক টার্মিনাল, কপি হাউজসহ নানা উন্নয়ন মূলক পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র রফিকুল আলম।

তিনি আরো বলেন, খাগড়াছড়ি পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৭৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭শত ৭৩টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট পৌরবাসীর সামগ্রীক উন্নয়ন ও জনসেবার ফসল। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে খাগড়াছড়ি পৌরসভায় ধারাবাহিক উন্নয়নের মধ্যে আধুনিক শহর হিসেবে খাগড়াছড়িকে রুপান্তরিত করতে পৌর কর্তৃপক্ষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলেন জানান মেয়র।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার পৌর প্যানেল মেয়র-১ মোঃ জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খন্দকার, কাউন্সিলর অতীশ চাকমা, মোঃ শাহ আলম, মংরে মারমা, হিসাব রক্ষক সাহেদ মোঃ নূর আবেদীন, দৈনিক অরণ্য বার্তা সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

আরো পড়ুন: ডেঙ্গুকে হেলাফেলা নয়, আরো সতর্কতা প্রয়োজন