ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘু নির্যাতন রুখে দাঁড়ানোর আহবান: দিনাজপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানব...

সংখ্যালঘু নির্যাতন রুখে দাঁড়ানোর আহবান: দিনাজপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানব বন্ধন

0
1329

সংখ্যালঘু নির্যাতন রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ।

দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্টিত এ মানব বন্ধন কর্মসূচীতে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানরা ছাড়াও শত শত মুসলিম অংশগ্রহণ করেন এবং সকল প্রকার সামপ্রদায়িকতা ও মৌলবাদ রুখে দাড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একাত্তরে জামায়াত-শিবির সহ মৌলবাদীরা ধর্মের নাম ভাঙ্গিয়ে মা-বোনদের ইজ্জত লুণ্ঠন, খুন, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী নানান অপকর্মে লিপ্ত ছিল। আজকে সেই মানবতা বিরোধী শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের নামে আবারও হত্যা, খুন, অগ্নি সংযোগ ও হামলার মত গণবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এই ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী চক্রের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর শাখার সভাপতি ভোলানাথ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জার আনোয়ারুল ইসলাম তানু, নবরুপীর সাধারণ সম্পাদক, শাহজাহান শাহ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি সত্য ঘোষ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি রেজাউর রহমান রেজু, জেলা উদীচীর সভাপতি মোঃ আসাদুল্লাহ সরকার, মহিলা পরিষদের জেলা জেলা সভাপতি কানিজ রহমান, বিশিষ্ট চিকিত্সক ডা. বি কে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

বক্তাগণ যে কোন মূল্যে সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে ধর্মান্ধতা, গোঁড়ামি, মৌলবাদের বিরুদ্ধে গণমানুষকে সচেতন থাকার আহবান জানান। বক্তারা বলেন, একাত্তরে যারা ধর্মের নাম ভাঙ্গিয়ে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আজকেও তারা ধর্মের নাম ভাঙ্গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপর হামলা চালাচ্ছে। রেল লাইন উপড়ে ফেলা, বিদ্যুত্ কার্যালয়ে আগুন দেয়া, মানুষের উপর হামলা ও হত্যার ঘটনা কোনভাবেই ধর্মীয় হতে পারে না। ধর্মান্ধ এই অপশক্তিকে রুখে দাড়ানোর জন্য দেশবাসীকে একযোগে কাজ করতে হবে। সরকারকে কঠোর হাতে জামায়াত শিবিরের নৈরাজ্য মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে জামায়াত-শিবির সহ যারা অবস্থান গ্রহণ করবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শানিত করার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধন কর্মসূচীতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলালসহ অসামপ্রদায়িক চেতনার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: কি জানা যাচ্ছে সর্বশেষ: শ্রীলঙ্কায় বোমা হামলা