শিরোনাম :
আফ্রিকার উগান্ডায় ব্রাদার নিহত
ডেস্ক নিউজ:
সম্প্রতি আফ্রিকার উগান্ডার কামপালায় একজন কাথলিক ব্রতধারী ব্রাদারকে হত্যা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক। নিহত ব্রাদারের নাম নরবার্ট ইম্মানুয়েল মুগারুরা। রবার্ট এসিমিউ নামে এক যুবক তাকে হত্যা করেন।
ব্রাদার নরবার্ট ব্রাদারস অব সেন্ট চার্লস লংগা সংঘের সুপিরিয়র জেনারেল ছিলেন। তিনি চলতি বছরের ২৭ জানুয়ারী থেকে এই দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আরো পড়ুন: শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি
তাঁর বিষয়ে ব্রাদার চার্লস ডমিনিকান কেগোয়া বলেন, ‘ফাদার নরবার্ট ছিলেন ঈশ্বরের একজন প্রকৃত সেবক।’
ফাদার নরবার্টের জন্ম উগান্ডার কামপালা ধর্মপ্রদেশের বায়েনজি গ্রামে ১৯৭২ খ্রিষ্টাব্দে। তিনি শেষ ব্রত গ্রহণ করেছিলেন ১৯৯৫ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারী।
আরা পড়ুন:
বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা
ঢাকার ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি
খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট