ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই

ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই

0
1708

 

 

ডিসি নিউজ রিপোর্ট:

ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আজ ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সম্প্রতি তাঁর হার্টএটাক হয়েছিল, এরপর তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকার রামপুরায় হলি ক্রস ফাদারদের বাড়িতে অবসর সময় অতিবাহিত করছিলেন। আজ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আবার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কালিগঞ্জের পূর্বভাজাতি গ্রামের সন্তান ফাদার পরিমলের ভাই ব্রাদার লিও জে পেরেরা সিএসসি, দুইবোন সিস্টার মেরি অনিতা এসএমআরএ ও সিস্টার মেরি শিখা এসএমআরএ ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে সেবায় নিয়োজিত।

ফাদার পরিমল পরিচালক হিসেবে সেবা দিয়েছেন বরিশালে ওরিয়েন্টাল ইনস্টিটিউট এবং ভাদুনের হলি ক্রস পাষ্টরাল এন্ড রিট্রিট সেন্টারে। এছাড়া তিনি সাভারের ধরেন্ডার পাল-পুরোহিত হিসেবে দক্ষতার সাথে সেবা দিয়েছেন এবং আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়নে সাহায্য করেছেন। তিনি রোজারি মিনিষ্ট্রি নিয়েও কাজ করেছেন। তিনি হলি ক্রস সম্প্রদায়ের প্রথম সারির একজন যাজক ছিলেন। তিনি যাজক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ১৯৮১ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর।