শিরোনাম :
ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
নিউটন মণ্ডল:
শিশু সামিয়া আফরিন সায়মার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষার্থীরা। দেশব্যাপী চলমান শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ছোট বোন সায়মা হত্যার দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ধর্ষণ ও হত্যার শাস্তি ফাঁসির দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
আরো পড়ুন: শিক্ষায় অবদানে স্বর্ণপদক পেলেন ব্রাদার কাজল
রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি, রেজিস্ট্রার ফাদার আদম এস পেরেরা সিএসসি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকম-লী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার আদম এস পেররা সিএসসি বলেন, ‘ধর্ষণ ও হত্যা সামাজিক অপরাধ। দিন দিন ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যা মহামারীর রূপ ধারণ করছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিরাপদে বাংলাদেশে বসবাস করুক। আমরা সায়মা হত্যার ন্যায্য ও দ্রুত বিচার কামনা করছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি বলেন, ‘সায়মা হত্যাকা- একটি দুঃখজনক ঘটনা। এমন পৈশাচিক ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি।’
আরো পড়ুন: তারা এখন উদ্যোক্তা হতে চান, ভিক্ষা করবেন না
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘আমরা ধর্ষক ও হত্যাকারী হারুনের সর্বোচ্চ শাস্তি চাই। সায়মার ঘটনায় পুলিশ এখনও চার্জশীট দাখিল করেনি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার চার্জশীট দাখিলের জোর আবেদন জানাচ্ছি। কিছু মানুষরূপী নরপিশাচের জন্য আজ শিশুরা নিরাপদ নয়। শিশু নির্যাতন ও হত্যার সঙ্গে যারাই জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করলে দেশে শিশু ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ কমে যাবে।’
প্রসঙ্গত, মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারাদেশের ৩৯৯ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এর মধ্যে আটজন ছেলে শিশু। ধর্ষণের পরে একজন ছেলে শিশুসহ মারা গেছে মোট ১৬ শিশু।
এন/এসসি/আরপি/১৫/২০১৯
আরো পড়ুন:
হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন
ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন